চিকিৎসা করানোর নামে নার্সিংহোমে ভর্তি করে সেখানেই বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ♋ অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত পশ্চিম বর্ধমানের কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ঘটনা গত বছরের। এই ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
পড়তে থাকুন - উৎসব নয়,🔥 পুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার𒆙 পাশের পাড়ার পুজো
জানা গিয়েছে, স্কলারশিপ পেয়ে ভারতে পড়তে এসে রানিগঞ্জের একটি কলেজ থেকে স্নাতক হন ওই তরুণী। এর পর কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর পড়তে। অভিযোগ, বিভাগের এক অধ্যাপক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলেন। কিন্তু তাতে রাজি হননি ওই ছ꧅াত্রী। উলটে অধ্যাপকের চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি। অধ্যাপকের আচরণের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
ছাত্রীর দাবি, এর পর হস্টেলে অসুস♔্থ হয়ে পড়েন তিনি। সেই খবর পেয়ে হস্টেলে এসে হাজির হন ওই অধ্যাপক। কারও কোনও অনুমতি না নিয়ে ছাত্রীকে নিয়ে দুর্গাপুরের একটি নার্সিংহোমে ভর্তি করেন তিনি। অভিযোগ, নার্সিংহোমের কেবিনে অসুস্থ ছাত্রীকে ধর্ষণ করেন তিনি।
আরও পড়ুন - কী ব﷽্যবস্থা নিয়েছেন? বিহারের ২ ছাতಞ্রকে ওঠবোসের ঘটনায় মমতার পুলিশকে চিঠি নীতীশদের
ছাত্রীর দাবি, ঘটনার কথা পুলিশে জানিয়েও লাভ হয়নি। বিচারের দাবিতে দোরে দোরে ঘুরেও সুবিচার না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ꦛেছেন তিনি। অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে মামলা করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। সোমবার মামꦬলাটির শুনানি হতে পারে বলে আদালত জানিয়েছে।
অভিযোগ সম্পর্কে কাজি নজরুল𓂃 বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত অধ্যাপকও꧙।