ধনতেরাসের সন্ধ্যায় বোলপুরে রক্তারক্তি কাণ্ড। রাস্তা আটকে দাঁড়ানোয় একটি ষাঁড়কে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল বিরিয়ানির দোকানের মালিক কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে বিরিয়ানির দোকান বন্ধ করে মালিক ইকবাল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার ধনতেরাসের সন্ধ্যা বোলপুর স্টেশন বাজারে ভালোই ভিড় ছিল। সেখানে কলকাতা রয়্যাল বিনিয়ানি নামে একটি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছিল একটি ষাঁড়। অভিযোগ, ষাঁড়টি দোকানের সামনে দাঁড়িয়ে থাকায় সেটির ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন দোকানের কর্মীরা। ষাঁড়টির পিঠে ও দেহের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে প্রাণীটি।এই ঘটনার প্রতিবাদ করেন বাজারে থাকা জনতা। ষাঁড়টির প্রাথমিক চিকিৎসা করে দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সুস্মিতা ভগত। পৌঁছয় পুলিশও। এর পর দায়ের হয় লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে দোকানের মালিক ইকবাল আলমকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিরিয়ানির দোকানটি।এই ঘটনায় বিরিয়ানির দোকানের মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ষাঁড়টি বোলপুর বাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সে যদি দোকানের সামনে দাঁড়িয়েও থাকে গায়ে একটু জল দিলেই সরে যেত। অবলা প্রাণীর ওপর ছুরি চালিয়ে দেওয়া কোথাকার মানবতা? আমরা অভিযুক্তের কড়া শাস্তি চাইছি।কাউন্সিলর সুস্মিতা দেবী বলেন, ‘উৎসবের সন্ধ্যায় এই ধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত। ষাঁড় নিয়ে সমস্যা হলে পৌরসভা বা আমাকে জানাতে পারতেন। কিন্তু ছুরি চালিয়ে দেওয়াটা বর্বরতা। আমি প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করব। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’