উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ফের তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল তৃণমূলেরই নামে। এবার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল ‘বসিরহাট জেলা ღতৃণমূল সম্মান রক্ষা কমিটি’র নামে। বৃহস্পতিবার সকালে মগরা - খোলাপোতা সড়কের ধারে বাদুড়িয়া পুর এলাকায় পোস্টারগুলি দেখা যায়। পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। তবে এই পোস্টারকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বাদুড়িয়ায়।
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেলে ফি🦹রেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্𒁏যাল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ꦫ৪ জেলায় বন্ধ নেট
বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায় পোস্টার। সেখানে বুরহানুল লিটনের নামে মূলত ৩টಞি অভিযোগ আনা হয়েছে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলির নামে দলের কর্মীদের থেকে তোলাবাজি করেছেন লিটন। বাদুড়িয়া পুরসভার নামে অবৈধ টোল ট্যাক্স তুলছেন তিনি। এছাড়া, আবাস যোজনার নামে দলের কর্মী ও গ্রামবাসীদের থেকে টাকা তোলা ও তাদের শাসানোর মূল পান্ডা বলে উল্লেখ করা হয়েছেꦿ তাঁকে।
পোস্টার ঘিরে বাদুড়িয়া শহরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এব্যাপারে অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘সবার হাতে কলম ও কাগজ রয়েছে। তাই যে কেউ যা খুশি লিখতে পারে। এসবের কোনও মা𒐪নে নেই।’ স্থানীয় বিজেপি নেতা কাশেম আলি বলেন, ‘তৃণমূল কর্মীদের একাংশ সত্যি কথাটা লিখেছেন। সেজন্য তাঁদের ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মম♌🌞তা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফোরক সুকান্ত
বাদুড়িয়া পুর এলাকায় তৃণমূলের কোন্দল নতুন ন🌠য়। এর আগেও সেখানে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল🌜ের নামেই পোস্টার পড়েছে। ফের একবার সেখানে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।