পঞ্চায়েত ভোট দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। কিন্তু ভোটে হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে। হঠাৎ বুধবার রাতে কে বা কারা মাছের ভেড়িতে বিষ ঢেলের দিয়েছে। ✨এর ফলে মাছ মরে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কনকন দিঘিগ্রামে আড়িয়া পাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কনকন দিঘি গ্রাম পঞ্চায়েতের ২৪৬ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছিলেন সূপর্ণা মণ্ডল। তিনি তৃণমূল প্রার্থী পুষ্পিতা মাঝির কাছে হেরে যান। ꧒এলাকায় তাঁদের একটি মাছের ভেড়ি রয়েছে। যে ভেড়িতে কে বা কারা বুধবার রাতে বিষ দিয়ে দিয়েছে। এর ফল প্রচুর মাছ মারা গিয়েছে।
(পড়তে পারেন। Aparna Sen on Poll violence: পঞ্চায়েত ভোট হিংসায় মর্মাহত অপর্ণা সেন, চিঠি পাঠাচ্ছেন মম꧅তা বন্দ্যোপাধ্যায়কে)
বৃহস্পতিবার💟 সকালে ভেড়ি গিয়ে বিজেপি প্রার্থীর শ্বশুর দেখতে পান জলের উপর প্রচুর মরা মাছ ভেসে রয়েছে। দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছুটে আসেন আশপাশের লোকজন। দোষীদের শাস্তির দাবিতে তাঁরা রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদও জানান।
যদিও বিজেপি প্রার্থী সূপর্ণা মণ্ডল এর জন্য শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুল🌱তে নারাজ। তিনি বলেন, ‘আমরা পুলিশে অভিযোগ জানাব। পুলিশই খুঁজে বার করবে কে দোষী।’