‘অতি জঘন্য ঘটনা। এটা প্রথমবার নয়। বহুবার করেছেন। কুকুর, বিড়াল কোনটাই ছাড়েন না। পাড়ার লোকেরাও মারধর করেছেন। তবুও লজ্জাবোধ নেই। এবার আর সেটা হবে না। গরুটাও আইডেন্টিফাই করা হয়েছে।’ বলছেন পশুপ্রেমী সংগঠনের এক সদস্যা। কিন্তু কে কী করেছেন সেটাই তো মূল প্রশ্ন? এবার আসা যাক মূল ঘটনায়। অশোকনগর এলাকায় এক যুবকের বিরুদ্ধে গরুকে ধর্ষণের অভিযোগ। কি করে জানা গেল বিষয়টি? অশোকনগর এলাকায় কুকুরের চিকিৎসা করছিলেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এরপরই তাঁরা খবর পান অখিল চৌধুরী নামে এক ব্যক্তি প্রতিবেশীর গৃহপালিত পশুর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে। অশোকনগর থানায় এব্যাপারে লিখিত অভিযোগও দায়ের হয়। তার ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ।এদিকে গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তার বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার দাবি উঠেছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও সোশ্য়াল মিডিয়ার পাতায় সরব হন এনিয়ে। অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে তিনি জানিয়েছেন,' দিলীপ ঘোষ মহাশয় একটু দেখুন।' তবে পরবর্তী সময় ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েও পোস্ট করেন। পশুপ্রেমী সংগঠনের অপর এক সদস্য়ের দাবি, ‘শ্রীলেখা মিত্র ভিডিওটি পোস্ট করেছিলেন। তারপরই ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে এই ধরণের ঘটনা মানসিক বিকৃতি ছাড়়া কিছু নয়। তার ঘনিষ্ঠ আত্মীয়রাও বলছেন বারবার তিনি এটা করেছেন। মারও খেয়েছেন। ফের তিনি এই কাজটা করেছেন। তবুও তার কিছুটা যায় আসে না। অন্যের পশুর সঙ্গে তিনি এটা করেছেন।’ তবে যুবকের নিকট আত্মীয়ের দাবি, ‘একটি দুর্ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকেই এই ধরনের কাণ্ড সে ঘটাচ্ছে।’ ‘অতি জঘন্য ঘটনা। এটা প্রথমবার নয়। বহুবার করেছেন। কুকুর, বিড়াল কোনটাই ছাড়েন না। পাড়ার লোকেরাও মারধর করেছেন। তবুও লজ্জাবোধ নেই। এবার আর সেটা হবে না। গরুটাও আইডেন্টিফাই করা হয়েছে।’ বলছেন পশুপ্রেমী সংগঠনের এক সদস্যা। কিন্তু কে কী করেছেন সেটাই তো মূল প্রশ্ন? এবার আসা যাক মূল ঘটনায়। অশোকনগর এলাকায় এক যুবকের বিরুদ্ধে গরুকে ধর্ষণের অভিযোগ। কি করে জানা গেল বিষয়টি? অশোকনগর এলাকায় কুকুরের চিকিৎসা করছিলেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এরপরই তাঁরা খবর পান অখিল চৌধুরী নামে এক ব্যক্তি প্রতিবেশীর গৃহপালিত পশুর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে। অশোকনগর থানায় এব্যাপারে লিখিত অভিযোগও দায়ের হয়। তার ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ।এদিকে গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তার বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার দাবি উঠেছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও সোশ্য়াল মিডিয়ার পাতায় সরব হন এনিয়ে। অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে তিনি জানিয়েছেন,' দিলীপ ঘোষ মহাশয় একটু দেখুন।' তবে পরবর্তী সময় ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েও পোস্ট করেন। পশুপ্রেমী সংগঠনের অপর এক সদস্য়ের দাবি, ‘শ্রীলেখা মিত্র ভিডিওটি পোস্ট করেছিলেন। তারপরই ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে এই ধরণের ঘটনা মানসিক বিকৃতি ছাড়়া কিছু নয়। তার ঘনিষ্ঠ আত্মীয়রাও বলছেন বারবার তিনি এটা করেছেন। মারও খেয়েছেন। ফের তিনি এই কাজটা করেছেন। তবুও তার কিছুটা যায় আসে না। অন্যের পশুর সঙ্গে তিনি এটা করেছেন।’ তবে যুবকের নিকট আত্মীয়ের দাবি, ‘একটি দুর্ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকেই এই ধরনের কাণ্ড সে ঘটাচ্ছে।’|#+|