পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের মহকুমা পুলিশ আধিকারিকের করণ অভিযানে ধুন্ধুমার বাঁধল রামপুরহাটে। গেট ভেঙে দফতরের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। সংগঠনের তরফে দাবি করা হচ্🔜ছে, এলাকায় হিন্দুদের ভাবাবেগে আঘাত দিচ্ছে অন্য ধর্মের মানুষ। আর পুলিশ উলটে হিন্দুদেরই নিশানা করছে।
আরও পড়ুন - শিশুচুরির গু🧸জবকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসতের কাজিপাড়া, আক্রান্ত পুলিশও
পড়তে থাকুন - রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনু💮মতি দিয়ে অন্যায় করেছে পꦡুলিশ, আদালতে মানল রাজ্য
Piবিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৭ জুন বীরভূমের মারগ্রাম থানা এলাকায় মন্দিরের পবিত্রতা নষ্ট করা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদে একপক্ষের বিরূদ্ধে মামলা রুজু করে মারগ্রাম থানার পুলিশ। তাদের অভিযোগ, মারগ্রাম থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া এক সম্প্রদায়ের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তাই তার অপসারনের দাবি জানিয়ে এদিন মিছ💃িল করে অবস্থান বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এদিন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন - গায়ের♒ জোরে দখল করা জমিতে তৃণমূল পার্টি অ♛ফিস, ২০ দিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট