বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Paddy cultivation: বৃষ্টির অভাবে এ বছর ৩ লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ সম্ভব হয়নি
বৃষ্টির অপ্রতুলতার কারণে এ বছর প্রায় তিন লক্ষ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করা সম্ভব হয়নি। কৃষি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই অবস্থায় ওই সমস্ত জমির বিকল্প চাষের পাশাপাশি র🌄বি শস্য চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি আধিকারিকরা। সেই কথা মাথায় রেখেই কৃষি দফতরের তরফে চাষীদের সর্ষে ও ডাল শস্য বীজ দেওয়া শুরু করেছে কৃষি দফতর।
দফতর সূত্রে জানা✃ গিয়েছে, সাধারণতꦡ শ্রাবণ মাসের মধ্যেই খারিফের আমন ও আউশ ধান রোপন করা হয়ে যায়। তবে এ বছর বৃষ্টির অভাব এবং সেচের অভাবে ꧟তা সম্ভব হয়নি। কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, গতবছর রাজ্যে ৪২ লক্ষ করে জমিতে আমন ধান চাষ হয়েছিল এবার ৩৯ লক্ষ হেক্টর জমিতে ধান রোপন সম্ভব হয়েছে। তাই বাকি জমিতে রবি শস্য চাষের জন্য ১০ কোটি টাকার বীজ সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।