রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অন্ত নেই। শৌচাগারের জন্য কাটমানি থেকে চাকরির জন্য টাকা নেওয়া সবেতেই নাম জড়িয়েছে শাসকদলের ছোট – বড় - মা🦋ঝারিꦕ নেতাদের। এবার বিদ্যুৎ চুরির অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে FIR দায়ের করল রাজ্য বিদ্যুৎবণ্টন দফতর। ঘটনার জেরে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। ওদিকে তৃণমূলকে তুমুল আক্রমণ শুরু করেছেন স্থানীয় বিজেপি নেতারা।
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
পড়তে থাকুন - উৎসব নয়, প✱ুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজꦐি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো
পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গি💮নী ব্লকের তৃণমূল নেতা সুনীলদেব অধিকারীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ নতুন নয়। স্থানীয়দের দাবি, বাড়ির সামনের বিদ্যুতের তার থেকে হুক করে বছরের পর বছর বিদ্যুৎ চুরি করেছেন তিনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন সুনীলবাবু। তাঁর স্ত💝্রী নিলীমাদেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। এলাকায় প্রবল প্রতাপ ছিল তাঁদের। সেই ভয়ে দেখেও মুখ খুলতে পারতেন না কেউ।
সম্প্রতি বিদ্যুৎ দফতর এলাকায় হুকিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়। তখনই তৃণমূল নেতার ব𝔉াড়িতে হুকিং ধরা পড়ে। এর পর সুনীলবাবুর বিরুদ্ধে FIR দায়ের করে বিদ্যুৎ বণ্টন দফতর।
FIR দায়ের হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ শুরু করেছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, সুনীলদেব অধিকারী বিদ্যুৎ চুরি করেন একথা এলাকার সবাই জানে। কিন্তু উনি শাসকদলের নেতা হওয়ায় কেউ কিছু বলার সাহস পেত না। এখন সব জল♏ের মতো পরিষ্কার হয়ে গেল। আবার প্রমাণিত হল, তৃণমূল🐭 মানেই চোর।
আরও পড়ুন - কী ব্যবস্থা নিয়েছেন? বিহারের ২ ছাত্রকে ওঠবোসের ঘটনায় মমতার পুলিশকে চিঠিꦍ নীতীশদের
FIR দায়েরের কথা স্বীকার করে তমলুকের আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, ‘ব🔯িদ্যুৎ দফতর এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের করেছে। তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’