ছাত্রনেতা আনিস খান খুনে চাঞ্চল্যকর দাবি করলেন গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করে আমতা থানার ওসির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ধৃত দুই পুলিশের বক্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত সিট গতকাল এই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে। আনিসকে খুনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তবে এই ঘটনার পরেই তাঁদের নির্দোষ বলে দাবি করে আসছে পরিবার। আজ ধৃত ওই দুই পুলিশকর্মীকে আদালতে তোলার সময় সাংবাদিকদের দেখতে পেয়েই নিজেদের নির্দোষ বলে দাবি করেন ওই দুই পুলিশ কর্মী।ঠিক কী বলেছেন তাঁরা?তাঁদের বক্তব্য, ‘আমাদের বলির পাঁঠা করে আগুনে জল ঢালা হয়েছে। আমরা নির্দোষ। কীভাবে আনিস মারা গেলেন, তা আমরা জানি না। সব ওসি বলতে পারবেন। ওসির অর্ডার ছিল। আমরা ওসির অর্ডার মেনে এসেছিলাম।’ এ বিষয়ে আনিস খানের দাদা সাবির খান বলেন, ‘আমার প্রথম থেকেই বলে আসছি পুলিশ নাটক করছে। তাই আমরা সিটের তদন্তে আস্থা রাখতে পারছি না। আমরা চাইছি যে ওই ওসিকে গ্রেফতার করা হোক। তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?’ অন্যদিকে, আনিস খুনের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা তদন্তে বাধা দেওয়ার পাশাপাশি কোনওরকমের সাহায্য করছে না বলে দাবি করছে সিট। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দু'জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছিল বলে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছিলেন। ধৃত পুলিশকর্মীদের পরিবার প্রথম থেকেই এই ঘটনায় তাদের নির্দোষ বলে দাবি করে আসছিলেন। সেইসঙ্গে তাঁরাও সিবিআই তদন্তের দাবি তোলেন।