আরজি কর নিয়ে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন সত্ত্বেও তার কোনও প্রভাব দেখা গেল না উপনির্বাচনের ভোট বাক্সে। শনিবার ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল ৬টি আসনেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। এমনকী গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট বিজেপির দখলে ছিল সেই আসনটিও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। তৃণমূলের এই জয় নিয়ে বিজেপির অনেক নেতা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছেন। তবে বিজেপির হার নিয়ে নির্বাচন কমিশনকেই দায়ী করলেন দলের নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ ভয় দেখিয়ে ভোট হয়ဣেছে।কমিশন তা রুখতে ব্যর্থ হয়েছে। তার জন্যই ভোটে এরকম ফল হয়েছে। বিজেপি নেতার মতে, বাংলায় নির্বাচন কমিশন যতক্ষꦓণ না পর্যন্ত এসওপি বদল করবে ততক্ষণ পর্যন্ত কিছু ঠিক হবে না।
আরও পড়ুন: 'টাকার জোরে ভোটে জেতার স্বপ্⛄ন BJP'র,' কেন ভরাডুবি? ফাঁস করলেন কার্শিয়াং ML𒈔A
নির্বাচন কমিশনকে দোষারোপ করে এদিন অর্জুন সিং বলেন, ‘নির্বাচন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিতেই গলদ রয়েছে। প্রিসাইডিং অফিসার একই বিধানসভা, পোলিং এজেন্ট একই বিধানসভার।’ তাঁর দাবি, পুলিশ সুপার হলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আর থানার ওসি হলেন ব্লক বা টাউন সভাপতি। সেই জায়গায় নির্বাচন কমিশনকে যে ব্যবস্থা নিতে হতো তা নেওয়া হয়নি। অর্জুনের বক্তব্য, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট সব অন্য এলাকার হতে হবে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পুরো ভূমিকায় ভুল ছিꩲল। এই ৬ টি উপনির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি। এবার এই আসনে যারা ভোট দিয়ে গিয়েছিলেন তারা সকলেই তৃণমূলের কর্মী আর ওবিজেপির যারা অনুগত কর্মী শুধুমাত্র তারাই ভোট দিয়েছেন।’
শুধু তাই নয়, মৃতদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়নি বলেও অভিযোগ অর্জুনের। তিনি বলেন, ‘পশ্চিমবাংলায় মৃতদের নাম রয়েছে ভোটার লিস্টে। বহিরাগতদের নাম রয়েছে। এই নাম এ রাজ্যে যতটা রয়েছে তা ভারতের অন্য কোথাও নেই। মানুষ মারা গেলে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে 🎃না। আর সেই ভোটার লিস্ট থেকেই নিজেদের নামে ভোট করে নিচ্ছে তৃণমূল।’
তবে অর্জুনের দাবি, তৃণমূল ৬ টি আসনে জয়ী হলেও তাতে লাভ কিছুই হবে না। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে কি দেয়নি সেটা ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বোঝা যাবে। অন্যদিকে, নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দের জয়ের প্রসঙ্গে অর্জুন বলেন, এখানে সমীক্ষা ক🌠রলেই ಞবোঝা যাবে কতজন ওঁকে ভোট দিয়েছে। ২০২৬ সালে তার উত্তর পাওয়া যাবে।