বাংলাদেশ থেকে সদ্য আসার পরেই মিলে যেত নকল ভোটার কার্ড, নকল আধার কার্ড। একেবারে মোটা টাকার বিনিময়ে এই কাজ করত দুই ব্যক্তি। অভিযোগ এমনটাই। এরপরই তদন্তে নেমে পুলিশ এই চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অন্যতম সমরেশ দে। তাকে বারাসতের কাজিপাড়়া এলাকা থেকে পুলিশ পাকড়াও করেছে। অপরজনকে বারাসত স্টেশন রোডে কম্পিউটারের প্রিন্ট আউটের দোকানের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শান্তনু মণ্ডল। সে আবার ওই দোকানের মালিক। বেশ꧋ কিছু নকল ভোটার কার্ড ও স্ট্যাম্প পুলিশ বাজেয়াপ্ত করেছে।
অভিযোগ মোটা টাকার বিনিময়ে দেশের সুরক্ষাকেও বিকিয়ে দিয়েছিল এই দুই যুবক। সমরেশ ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড তৈরির কাজ করত। এরপর শান্তনুর দোকান থেকে যাবতীয় প্রিন্ট আউট বের করা হত। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে দুজনেই এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। তবে এই চক্রের পেছনে আরও একাধিক জন রয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় লেনদেন অত্যন্ত পরিকল্পনা মাফিকই করা হত। কতজনকে এই ধরনের নকল ভোটার কার্ড ও নকল আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তা পুলিশ খোঁজ নিয়ে দেখছে। প্রসঙ্গত এর আগে পশ্চিমমেদিনীপুরের নারায়ণগড় থেকে পুলি꧂শ নকল আধার কার্ড করানোর একটি চক্রের হদিশ পায়। এই চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।