পথচলতি মানুষের কাছ থেকে ಞকারও ব্যাগ ছিনতাই, কারও মোবাইল ছিনতাই অথবা কারও গহনা ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে আসানসোল–দুর্গাপুরে। বাইকে করে এসে দুষ্কৃতীরা পথ চলতি মানুষের কাছ থেকে এইসব ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করা যাচ্ছে না। মুশকিল হচ্ছে নাগরিকদের পক্ষে। শুধু ছিনতাই নয়, মহিলাদের শ্লীলতাহানি, ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। ফাঁকা রাস্তা তো বটেই ভিড়ের মধ্যেও এই ধরনের ঘটনা বাড়ছে। এই অবস্থায় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবার পথে নামতে চলেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুলেট বাহিনী। যার পোশাকি নাম হল ‘রক্ষক’।
আরও পড়ুন: প্রকাশিত কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার ফল, রইল ডি💙রেক্ট লিঙ্ক, এবার কবে টেস্ট?
এই রক্ষক বাহিনী দুর্গাপুর এবং আসানসোলের বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াবে। সেক্ষেত্রে এই ধরনের কোনও ঘটনা দেখলে বা খবর পেলেই বাইকে করে ছুটে গিয়ে দুষ্কৃতীদের পাকড়া করার চেষ্টা করবে এই বাহিনী। সে ক্ষেত্রে ছিনতাইয়ের মতো ঘটনা কমবে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১৫ টি বুলেট রাস্তায় নামানো হবে। শহরের গুরুত্বপূর🍰্ণ রাস্তা তো বটেই এমনকী বিহার, ঝাড়খণ্ডের মতো সীমানা গুলিতেও টহল দিয়ে বেড়াবে এই বুলেট বাহিনী। সাধারণত পুজোর সময় মণ্ডপগুলিতে ভিড় হয় এবং ভিড়ের সুযোগ নিয়ে চুরি ছিনতায়ের মতো অপরাধমূলক কাজকর্ম করে থাকে দুষ্কৃতীরা। তাই সেই কথা মাথায় রেখে পুজোর সময় শহরে টহল দিয়ে বাড়াবে রক্ষক বাহিনী। পুজোর পরেও তার⛄া শহরের বিভিন্ন জায়গায় এভাবেই টহল দিয়ে বেড়াবে বলে জানা গিয়েছে।