দু’দিন আগে আসানসোলের হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। এবার শ্যুটারের স্কেচ তৈরি করা হল। আর সেই স্কেচ পাঠানো হল বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড পুলিশের কাছে। এমনকী বাংলার প্রত্যেকটি থানাতেও সেই স্কেচ পাঠিয়েছে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আর শ্যুটারকে ধরতে পারলেই মূল চক্রীর নাম সামনে আসব꧋ে বলে মনে করছে পুলিশ। আটঘাট বেঁধেই এই অপারেশন চালিয়েছিল। তাই তাদের মোবাইল টাওয়ার লোকেশনও ট্রেস করা যাচ্ছে না।
ঠিক কী বলছে পুলিশ? এই শুটআউটের ঘটনা নিয়ে পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, ‘আততায়ীর স্কেচ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। একাধিক টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন প্রান্তে তদন্ত করছে। আততায়ীদের কোনও মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া যায়নি।’ গত শুক্রবার রাতে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ের কাছে বিলাসবহুল হোটেলে ঢুকে হোটেল মালিককে ঠান্ডা মাথায় খুন করে দুষ্কৃতীরা। গুলি করে মারা হয়। তারপর মুহূর্তে চম্পট। এলাকার রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা না থাকলে এভাবে চম্পট দেওয়া সম্ভব নয়। গুলি যেভাবে ব্যবসায়ীর দেহ ভেদ করেছে তাতে ভিন রাজ্যের প্রশিক্ষিত শার্প শ্যুটার এই ঘটনায় জড়িত বলে পুলিশ মনে করছে। তাই সিআইডির🦩 আঁকা স্কেচ ঝাড়খণ্ড থেকে গোবলয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, ঠিক ১২ বছর আগে যখন রামলক্ষ্মণ যাদব খুন ✤হন তখন উত্তরপ্রদেশ থেকে প্রথম গ্রেফতার হয় শার্প শ্যুটাররা। তাদের জেরা করেই যোগ মিলেছিল রামলক্ষ্মণবাবুর ছায়াসঙ্গী ধনঞ্জয়কুমার সিং ওরফে ডিকের নাম। ওই খুনের মাস্টারমাইন্ড ছিল সে। এবারও পুলিশ সেই পথেই এগতে চাইছে। পরিবারের লোকজনের তেমন কোনও সহযোগিতা তদন্তে মিলছে না। আর ব্যবসায়ীর কোথ🌜😼ায় কোথায় সম্পত্তিজনিত বিবাদ চলছে সেদিকেও নজর রাখছে পুলিশ।