পঞ্চম দফার ভোটের ঠিক আগের দিনই পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। একইভাবে পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাস সহ দুই অফিসার ইনচার্𒈔জকেও বদলি করার নির্দেশ দিয়েছিল। এবার পুরুলিয়ায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেলেন আশিস মৌর্য। অন্যদিকে, কন্টাইয়ের এসডিপিও’র দায়িত্ব পেয়েছেন আজহারউদ💛্দিন খান।
আরও পড়ুন: ছিল পক্ষপাতিত্বের অভিযোগ, পুরুল্যার SP-সহ ৪ পুলিশ অ🤡ফিসারকে বদলির নির্দেশ কমিশনের
প্রসঙ্গত, বদলি হওয়া আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার আগের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকা পালনের অভিযোগ পেয়েছিল নির্বাচন কমিশন। এর আগে তিনি যখন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন সেই সময়েও একই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় সেরকম একটি পদে তাঁকে বদলি করার নির্দেশ দিয়েছিল কমিশন। জানা গিয়েছে, পুরুলিয়ার এসপি হিসেবে আশিস মৌর্🎶য এবং কন্টাইয়ের এসডিপিও হিসেবে আজহারউদ্দিন খান আজ সকালেই দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুই আধিকারিককে দায়িত♑্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচন কমিশন অনুমোদন দেওয়ার পর আশিস মৌর্যকে পুরুলিয়ার পুলিশ সুপার এবং আজহারউদ্দিন খানকে কন্টাইয়ের এসডিপিও হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। আজ সকাল ১১ টার মধ্যে তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন।’