ভূপতিনগরে NIAএর ওপর হামলার ঘটনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ আধি𒀰কারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই দাবি🅰 জানিয়েছেন তিনি। সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই হামলা হয়েছে NIAর ওপর।
কী বললেন শুভেন্দু?
শুভেন্দু বাবু লিখেছেন, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে NIA-এর দল। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যেহেতু এখন আইন – শৃঙ্খলা জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, তাই তাদের কাছে অনুরোধ করব ভূপতিনগর থানার ওসি, কাঁไথির মহকুমা পুলিশ আধিকারিক ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সু🌸পারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন।
শুভেন্দু বাবুর দাবি, সন্দেশখালিতে ED আধিকারিকরা আক্রান্ত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার প্ররোচনা দিয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি⭕ কোচবিহারের মাথাভাঙায় একটি রাজনৈতিক সভায় NIAকে নিয়ে কটূ মন্🐓তব্য করেন’।
যে ভাবে হামলা
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে শনিবার সকালে নাড়য়াভিলা গ্রামে আক্রান্ত হয় NIAএর দল। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বলাইচরণ মাইতি ও মনোব্রত জানা নামে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে তাঁরা কলকাতায় ফিরছিলেন। পথে NIAএর গাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। জন🐈া পঞ্চাশেক তৃণমূল কর্মী NIAর গাড়িতে ভাঙচুর চালায়। যার জেরܫে ভাঙে গাড়ির কাচ। দুষ্কৃতীদের মারে ১ জন NIA আধিকারিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বাধা অতিক্রম করে ধৃত ২ জনকে নিয়ে কলকাতায় NIAএর সদর দফতরে পৌঁছন আধিকারিকরা।
ভূপতিনগౠর বিস্ফোরণের তদন্তে ৮ জন তৃণমূল কর্মীকে অন্তত ২ বার করে তলব করেছিল NIA। তদন্তে সহযোগিতা না করায় শুক্রবার রাতে ভূপতিনগরের একাধিক জায়গায় তল্লাশি চালান NIA আধিকারিকরা। গ্রেফতার করেন ২ জন তৃণমূল নেতাকে। ফেরার পথে তাদের ওপর হামলা হয় বলে অভ♏িযোগ।
পুলিশের ভূমিকায় প্রশ্ন
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পুলিশের দাবি, NIA তাদের তথ্য দিলেও বাহিনী পাঠানোর আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন NIA আধিকারিকরা। যার ফলে পুলিশ তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি। এমনকী হামꦕলার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় পুলিশের গাড়ি।
মমতার দাবি
এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর প্রশ্ন, ‘ওরা কি পুলিশকে জানিয়ে গিয়েছিল? কেন ওরা মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাবে’? যদিও আইন অনুসারে ൩NIA কোথাও তল্লাশি করতে গেলে রাজ🌱্য পুলিশকে আগাম জানানোর কোনও কোনও প্রয়োজন নেই।