দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাগ ভর্তি সবজি কিনতে গিয়ে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিটি সবজির মূল্য যেভাবে বৃদ্ধি প💝েয়েছে তাতে ৫০০ টাকাতেও ব্যাগ ভর্তি সবজি পাওয়া মুশকিল। আর সেই জায়গায় এক টাকাতেই দরিদ্র এবং দুঃস্থ মানুষদের দেওয়া হল ব্যাগ ভর্তি সবজি! অবিশ্বাস হলেও সত্যি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এমনই উদ্যোগ নিল নবোদ্যম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জগদ্দলের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের এক টাকার বিনিময়ে তুলে দেওয়া হল ব্যাগ ভর্তি সবজি।
এই সবজির তালিকায় ছিল আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, উচ্ছে, ঝিঙে, পুঁইশাক থেকে শুরু ক🍨রে আরও অনেক কিছু। আনাজ ꧟বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দাঁ। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁকিনাড়ার বাসিন্দারা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এদিন কাঁকিনাড়ার অসংখ্য মানুষকে সেখানে গিয়ে এক টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি সবজি সংগ্রহ করতে দেখা যায়✅।