বাগুইআটিতে অপহরণের পর ২ কিশোরকে খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন, অপহরণের দিনই ২ কিশোরকে খুন করে অপহরণকারীরা। খুনের পরও মুক্তিপণ চাইতে থা༺কে তারা। যদিও তা অনুমান করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। তাই কিশোরদের নিরাপত্তার কথা ভেহে সন্তর্পণে তদন্ত করছিলেন গোয়েন্দারা। তাই তদন্ত 🥀শেষ করতে সময় লেগেছে।
এদিন বিশ্বজিৎবাবু বলেন, ‘গত ২২ অগ🎃াস্ট অতনু দে ও অভিষেক নস্কর নামে ওই ২ কিশোরকে অপহরণ করা হয়। ২৪ অগাস্ট পুলিশে অভিযোগ দায়ের করেন অতনুর বাবা। অভিষেক অতনুর পিসতুতো ভাই।’
বিশ্বজিৎবাবু জানিয়েছেন, 🌼‘সাধারণ এই ধরণের ঘটনায় পুলিশ অত্যন্ত সন্তর্পণে তদন্ত করে। অপহরণকারীরা যাতে পুলিশের তৎপরতা টের না পায় সেজন্যই এই বাড়তি গোপনীয়তা। অপহৃতদের সুℱরক্ষার কথা ভেবে এই পন্থা অবলম্বন করেন তদন্তকারীরা।’
তিনি বলেন, ‘তদন্তে নেমে পুলিশ জানতে পারে অতনুকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য ৫০,০০০ টাকা অগ্রিম নিয়েছিল সত্যেন্দ্র চৌধুরী নামে প্রতিবেশী এক যুবক। কিন্তু অতনুতে প্রতিশ্রুত মোটরসাইকেলটি কিনে দিচ্ছিল না সে। এই নিয়ে প্রতিবেশী সত্꧑যেন্দ্রর সঙ্গে অতনুর সম্পর্কে অবনতি হয়েছিল।’
আরও ৫৪ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের
তিনি বলেন, ‘গত ২২ অগাস্ট সত্যেন্দ্র অতনুকে জানায় সেদিন মোটরসাইকেলটি কিনে দেবে সে। বিকেলে একটি গাড়িতে করে অতনুকে নিয়ে রওনা হয়। অতনুর সঙ্গী হয় তার পিসতুতো ভাই অভিষেক। গাড়িতে আগের থেকে আরও কয়ꦕেকজন যুবক ছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে একজন ছিল অভিজিৎ বসু নামে স্থানীয় এক যুবক।’