বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Balurghat: বালুরঘাটে থমকে রেল প্রকল্পের কাজ, তৃণমূল–বিজেপি তরজা তুঙ্গে
থমকে রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট–হিলি রেল প্রকল্পের কাজ। আত্রেয়ী নদীর ওপর থমকে থাকা এই কাজকে ঘিরে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। অভিয🎉োগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণ🎀মূল।
এই প্রসঙ্গে বালুরঘাটের তৃণমূল বিধায়ক অশোক লাহিড়ি জানান, ‘রাজ্য সরকারের জন্যই রেল প্🐻রকল্পের কাজ থমকে রয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা দ♒েওয়ার জন্য বসে আছে। কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারছে না। রাজ্যের তৃণমূল সরকার জমি অধিগ্রহণ করতে ব্যর্থ।’ বিজেপি বিধায়ক যতই তৃণমূলের ওপর দোষ চাপান, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক। 𒆙তিনি জানান, ‘পুরোপুরি ভুল কথা বলা হচ্ছে। রাজ্যের তরফে সব রেডিই আছে। কেন্দ্রের টাকার অভাবেই কাজ এগোনো যাচ্ছে না।’