বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবে বাংলাদেশের ইলিশ মাছ। আর সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষ্মীবারের দুপুর বা বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে ඣরূপোলি শস্য পাওয়া যাবে। আর বৃহস্পতিবার না হলে শুক্রবার সকাল থেকে নিশ্চিতভাব🦹ে বাজারে-বাজারে ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে প্রাথমিকভাবে এবার খুচরো বাজারে ইলিশের দাম বেশি থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
কালই সীমান্ত পেরোবে বাংলাদেশের ইলিশ
বুধবার কলকাতার অফিসে বসে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, ‘মো♛ট ২,৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। যা আগামিকাল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করবে। তো আশা করছি যে আগামিকাল দুপুর বা বিকেলের দিকে পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ মাছ ঢুকে যাবে। কাল বিকেল না হলে পরশু সকাল থেকে সব বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।’
কোন কোন বাজারে ইলিশ পাওয়া যাবে?
💃ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন, প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদার বাজারে ইলিশ আসবে। শিলিগুড়ির বাজারেও পাঠানো হবে ইলিশ। আর সেইসব বাজার থেকে রাজ্যের অন্যান্য বাজারেও ইলিশ চলে যাবে ꦛবলে জানিয়েছেন ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক।
ইলিশের দাম কেমন হবে?
অনেক টালবাহানার পরে দুর্গাপুজোর মুখে ভারতে বাংলাদেশের ইলিশ এলেও এবার দামটা বেশি থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। তিনি বলেন, ‘১২ অক্টোবর পর্যন্ত সময় আছ꧋ে। আশা করছি যে ততদিনে বেশি পরিমাণে ইলিশ মাছ আমদানি করতে পারব।'
সেইসঙ্গে তিনি জা💧নিয়েছেন, এবার পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের দাম বেশি থাকতে পারে। ইলিশের দাম নির্ভর করে জোগান ও চাহিদার উপরে। 'কাল-পরশুর মধ্যে বাংলাদেশে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়লে ভারতের বাজারেও দাম কমবে।’ আর সেই আশায় বসে আছেন অনেক মানুষ। যাঁরা গত কয়েক বছরের মতো দুর্গাপুজোর মুখে এবারও বাংলাদেশের ইলিশের স্বাদ পাবেন।
ইলিশ রফতানি নিয়ে টালবাহানা
যদিও এবার দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো নিয়ে রীতিমতো টালবাহানা চলেছে। শেখ হাসিনার আমলে গত কয়েক বছর ধরে নিয়ম করে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাত বাংলাদেশ। কিন্তু এবার ইলিশ পাঠানো নিয়ে ‘গরম-গরম’ কথা শোনা যাচ্ছিল বাংলাদেশে✤র একাধিক মহল থেকে। শেষপর্যন্ত গত রবিবার ইলিশ মাছ রফতানিতে অনুমোদন দেয় বাংলাদেশ।
আর তারপরেই বাস্তবটা সামনে আনেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন মহল থেকে ‘গরম-গরম’ কথা বলা হলেও আদতে নিজেদের স্বার্থেই ঢাকা যে ভারতে ইলিশ পাঠাচ্ছে, তা স্বীকার করে নেন তিনি। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা জানান, ডলারের ভাঁড়ারের হাল খুব খারাপ। তাই ডলারের জন্য ভারতে 🦂ইলিশ পাঠানো হচ্ছে।