গরুপাচার করতে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে BSFএর গুলিতে পরপারে চলে গেল এক বাংলাদেশি। বুধবার গভীর রাতে কোচবিহারের সিতাই থানা এলাকায় চামটা সীমান্ত চৌকি এলাকায়🎃 এই ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম বলে জানা গিয়েছে। সঙ্গী পাচারকারীরা তাঁর মৃতদেহ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ফেরত চলে যায়।
আরও পড়ুন - জঙ্গি হাবিবুল্লারহের সঙ্গে যোগ! সন্দেহে হাওড🌟়া স্টে🔯শন থেকে গ্রেফতার যুবক
পড়তে থাকুন - খড়গপুরে প্রকাশ্যে চললౠ গুলি, পার্টি অফিসের পাশেই গুলিꦿবিদ্ধ তৃণমূল কর্মী
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গরু পাচার করতে বাংলাদেশের লালমনিরহাট জꦚেলার লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতের সিতাই থানা এলাকার চামটা ক্যাম্পে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ৫ জন বাংলাদেশি পাচারকারী। সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে বিএসএফ। কিন্তু তাতে কর্ণপাত না করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে পাচারকারীরা। তখন তাদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়নের টহলরত জওয়ানরা। বিএসএফের গুলিতে আহত হন নরুল ইসলাম নামে এক পাচারকারী। তাঁকে নিয়ে অন্যান্য পাচারকারীরা কোনও ক্রমে বাংলাদেশের ভূখণ্ডে ফেরত চলে যায়।
এই ঘটন𝄹ায় বিএসএফের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে বাংলাদেশি সীমান্তরক্ষীদের তরফে এক ব্যক্তির মৃত্যুর দাবি করা হয়েছে। এই নিয়ে বিএসএফ꧂কে আলোচনায় আহ্বান জানিয়েছে তারা।
আরও পড়ুন - ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব✱ধূকে দিঘা বেড়াতে যাওয়ার প্রস্তাব তৃণমূল নেতার
বাংলাদেশ সীমান্তে গরুপাচার কোনও নতুন সমস্যা নয়। তবে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে পাচার নি🍌য়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে বিএসএফ। বেপরোয়া পাচারকারীদের রুখতে মাঝে মাঝে গুলিও চালাতে হচ্ছে বিএসএফকে।