♔ খড়গপুরে প🎀্রকাশ্য দিবালোকে পার্টি অফিসের পাশে গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী। মঙ্গলবার দুপুরে খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। আহত বি সন্তোষ কুমারকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন - দিঘা উন্ন𝓰য়ন পর্ষদে কারও গা টিপছে, কারও পা!… অফিসারদের জন্য CID ভিজিল্যান্স, কড়া মমতা
পড়তে থাকুন - ধমক খেলেন মন্ত্রী আর সরানো হল রাজ্য়ের দুই সচি💦বকে, যাদবপুরের জমি দখলের খবরও দিদির কাছে
মঙ্গলবার দুপুরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসের পাশে বসে কোনও কিছু নিয়ে আলোচনা করছেন বি সন্তোষ কুমার ও আরও কয়েকজন। তখন ৩ দুষ্কৃতী স্কুটারে করে সেখানে পৌঁছয়। পর পর গুলি চালাতে থাকে কাপড় দিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা। ৫ রাউন্ড গুলি চালায়🌊 তারা। দুষ্কৃতীদের চালানো একটি গুলি লাগে বি সন্তোষ কুমারের পায়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এর পর দুষ্কৃতীরা স্কুটারে করে এলাকা ছাড়ে।
স্থানীয়রা আহত তৃণমূলকর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনার জের🔥ে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়𝓰ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা গুলি চালাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘একটা গুলি চালনার ঘটনা ঘটেছে। কী কারণে গুলি চলল খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন - মু🧸খ্যমন্ত্রী এটা অনꦆ্তত ভালো কাজ করেছেন, 'নবান্ন- ধমকে' খুশি বিজেপি নেতাও!
ওদিকে এই ঘটনা🥂য় শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূলের ♛মদতে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে রেল শহর। দিনে দুপুরে তৃণমূল পার্টি গুলি চলছে। অথচ পুলিশ কিছু জানে না। তৃণমূল নিজেদের মারামারির জন্য মানুষের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে।