নলহাটি বিস্ফোরক উদ্ধার কাণ্ডে শুক্রবারই বিনা প্রতিদ্বন্দিতায় জেতা তৃণমূল প্রার্থীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বীরভূমে ফের উদ্ধার হল বিপুল বিস্ফোরক। শনিবার রাতে রামপুরহাটের রদিপুর থেকে উদ্ধার হয় প্রায় ৬০ বাক্স জিলেটিন স্টিক। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিকগুলি। ঘটনার তদন্ত🐎 শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শনি𒁏বার রাতে রদিপুর গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক ভর্তি ১২টি পেটি। প্রত্যেতকটি পেটিতে ১০০০ জিলেটিন স্টিক ছিল বলে জানা গিয়েছে। জিলেটিন স্টিক উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। কে বা কারা জিলেটিন স্টিক মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের নলহাটির পাথর খাদান থেকে উদ্ধার হয়েছিল বিপুল জিলেটিন স্টিক ও অ্যামোনি𒉰য়াম নাইট্রেট। এর পর ওই ঘটনার তদন্তে নামে NIA. বিস্ফোরক পাচারের অভিযোগে এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে তারা। এদের মধ্যে ২ জন তৃণমূল নেতা।