বরফ পড়েছে পাহাড়ে। আর সেই পাহাড়ের পাদদেশে থাকা শিলিগুড়ি ফুটছে নির্বাচনী উত্তাপে। শিলিগুড়িতে একেবারে আদাজল খেয়ে মাঠে নেমে পড়ল গেরুয়া শিবির। বামেদের পরেই প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। পুরনিগমের ৪৭টি ওয়ার্ডেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে এবার বিজেপির ওই তালিকায় হেভিওয়েট কোনও নাম না থাকলেন প্রাক্তন তৃণমূল নেতা নান্টু পাল ও প্রাক্তন বাম নেতা তথা বিজেপি বিধায়ক শংকর ঘোষকে প্রার্থী করে চ্যালেঞ্জ ছুঁড়ল গেরুয়া শিবির। প্রশ্ন উঠছে তবে কি এবার তরুণ বিধায়ক শংকর ঘোষকেই সামনে রেখে বাজিমাত করার তাল করছে বিজেপি? বিগত পুরনির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী ছিলেন তিনি। সেবার জয় হাসিল করেছিলেন তিনি। এবার তিনি সেই ওয়ার্ডের বিজেপি প্রার্থী। লড়াই কতটা সাবলীল হবে তানিয়ে জোর চর্চা শিলিগুড়িতে। বামেরা যখন লড়বেন অশোক ভট্টাচার্যকে সামনে রেখে তখন বিজেপির মুখ একদা অশোক শিষ্য শঙ্কর ঘোষ। অশোকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ৬ নম্বর ওয়ার্ডে নুর জাহান আনসারি। দল সূত্রে খবর এবার প্রায় এক তৃতীয়াংশ মহিলা প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। সেক্ষেত্রে নারী শক্তিকে যথেষ্ট প্রাধান্য দিয়েছে গেরুয়া শিবির তা বলাই বাহুল্য। প্রার্থী তালিকায় চমক বলতে ১২ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল নেতা নান্টু পাল। এছাড়া বাম বোর্ডের ১০ বছরের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ শালিনী ডালমিয়া রয়েছেন বিজেপির প্রার্থী তালিকায়। ৩০ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন রিঙ্কু দত্ত, ৩১ নম্বরে রিঙ্কু বাগচি, ১১ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন নান্টু পালের স্ত্রী মঞ্জুশ্রী পাল। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই ২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে কর্মী অসন্তোষ।