পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে ফের রাজ্যের প্রতিনিধি দল পไাঠাচ্ছে বিজেপি। ꧋তফসিলি জাতির সাংসদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য আসবে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। এই নিয়ে তিন দফায় রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে দিল্লি বিজেপি।
এর আগে ভোট গণনার দিনই একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠায় রাজ্যে। যে দলের নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এ ছ൩াড়া ওই দলে ছিলেন সাংসদ ডঃ রাজদীপ রায়, সত্যপাল সিং এবং রেখা ভার্মা। তাঁরা রাজ্যের ভোট হিংসা আক্রান্ত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। আক্রান্তদের সঙ্গে কথা বলে।
(পড়তে পারেন। পঞ্চায়েত ভোট হিংসায় মর্মাহত অপর্ণা সেন, চিঠি পাঠাচ🍸্ছেন ম🍎মতা বন্দ্যোপাধ্যায়কে)
দ্বিতীয় দফায়, রাজ্যে পঞ্চায়েত ভোট হিংসায় মহিলারা কতটা আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখতে মহিলা সাংসদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়। এই প্রতিনিধি দলে ছিলেন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা সারেঙ্গি, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। প্রথম দলটি আসার এক সপ্তাহের মধ্যেই আসে দ্বিতীয় দলটি। তাঁরা দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকা ঘুরে মহিলাদের সঙ্গে ক♎থা বলেন। আক্রান্তদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের সাংসদ রমা দেবী বলেন, ‘গরীব মানুষদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলারাও আক্রমণের হাত থেকে বাদ যাচ্ছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে মমতাজি শেখা উচিত।’
দুটি দলই রাজ্যে ভোট হিংসার তথ্যানুসন্ধান করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এবার একটি তৃতীয় দল তৈরি করেছেন নাড্ডা। দলটি খুব শীঘ্রই রাজ্যে আসবে। বিভিন্ন ভোটে হিংসার অভিযোগ রয়েছে যে সব এলাকায়, সে রকম কিছু এলাকা ঘুরে দেখবেন সাংসদীয় প্রতিনিধিরা। তাঁরা কথা বলবেন, হিংসা আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে।&ღnbsp;
প্রসঙ্গত, প্রথম দলটি রাজ্যের আসার খবর সামনে আসতেই মণিপুরে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করে তৃণমূল। বৃহস্পতিবার সেই দলটি মণ🌸িপুর থেকে ফিরেছে। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই ফের রাজ্যে একটি তথ্যানুসান্ধানী দল পাঠানোর ঘোষণা করল বিজেপি।