'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের খুঁজতে পোর্টাল চালু করল বিজেপি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় যে 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বিপদেꦉর মুখে♛ আছে, তাঁরা ওই পোর্টালে নথিভুক্ত করে আইনি সাহায্য নিতে পারেন। হেল্পলাইন লাইনেও ফোন করতে তাঁরা আইনি সাহায্য চাইতে পারেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'যে প্রার্থী নিজেদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাঁদের সহায়তা করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘোষণা করেছিলেন। এবার যোগ্য প্রার্থীদের জন্য আমরা পোর্টাল এবং হেল্পলাইন নম্বর চালু করলাম।'
বিজেপির পোর্টাল ও হেল্পলাইন নম্বর
'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের জন্য যে পোর্টাল চালু করেছে বিজেপি, সেটা হল www.💞bjplegalsupport.org। ওই ওয়েবসাইটে গিয়ে 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের আইনি সাহায্য প্ཧরদান করবে বলে দাবি করেছে বিজেপি। আর হেল্পলাইন নম্বর হল 9150056618। সেখানেও ফোন করলে সহায়তা মিলবে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে।
'যোগ্য' প্রার্থীদের নিয়ে কী বলেছিলেন?
গত ৩ মে বর্ধমানের জনসভা থেকে 'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মোদী। তিনি বলেন, ‘আমি বঙ্গ বিজেপিকে বলেছি যে রাজ্যস্তরে লিগাল সেল এবং একটি সোশ🅺্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেন তৈরি করা হয়। তার ফলে সেইসব প্রার্থীরা লাভবান হবেন, যাঁরা সঠিক নথি থাকলেও এই দুর্নীতির শিকার হয়েছেন।'
মোদী আরও বলেন, 'এই প্রার্থীদের আইনি সহায়তা প্রদান করবে বিজেপি এবং তাঁদের বিচার পাই🃏য়ে দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমরা সৎ (প্রার্থীদের) পাশে থাকব। আমাদের বাংলায় যতই নির্বাচন চলুক, এই কাজটা চলবে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের ফল ভুগতে হবে।’ সঙ্গ𓆉ে তিনি দাবি করেন, এটাই হল মোদীর গ্যারান্টি।'
SSC মামলা নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ
যদিও মোদীর সেই প্রতিশ্রুতির মধ্যেই ২০১৬ সালের এসএসসি﷽ নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, তাতে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বেঁচে গিয়েছে। সেদিন শীর্ষ আদালতে শুনানির সময় এসএসসি জানায় যে যোগ্য প্রার্থীর সংখ্যা হল ১৯,০০০। সিবিআই দাবি করেছে যে ৮,৮৬১ জনের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে।
মমতার আক্রমণ
যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপিই যোগ্য প্রার্থীদের চাকরি খেয়েছে। বারবার সেই অভিযোগ করেছেন তিনি। বুধবার তিনি বলেন, 'মানুষখেকো বাঘের নাম শুনেছেন। চাকরিখেকো বা💃ঘের নাম শুনেছেন? এটা হচ্ছে চাকরিখেকো মানুষ। ২৬,০০০ ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়েছিল।' সঙ্গে তিনি বলেন, ‘যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল। আমার আত্মা শান্তি পেল। এভাবে যাঁরা মানুষের মুখে গ্রাস কেড়ে নেন, তাঁরা মানব নন, তাঁরা দানব।’