গত কয়েকদিন ধরেই বিজেপির পার্টি অফিসে দলীয় কর্মীদের বিক্ষোভ চলছে। কখনও নতুন পার্টি অফিস সল্টলেকে আবার কখনও মুরলীধর সেন লেনের মুখ্য কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা। লোকসভা ভোটের আগে দলের অন্দরে কর্মীদের বিক⭕্ষোভে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। এই অবস্থায় সমস্যার সমাধানে রাজ্য নেতৃত্বকে পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। 🍸তাঁর মতে, কর্মীদের নিয়ে আলোচনায় বসা প্রয়োজন।
আরও পড়ুন: 'এরকম দু'একটা ঘটনা ঘটেই থাকে', বিহার🐻ের ট্রেন দুর্ঘটনা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
বিজেপির অন্দরে এর আগে যে এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি তা কার্যত স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে বিক্ষুব্ধদের সাজা দিয়ে কোনও লাভ হবে না। দলের কর্মীদের সমস্যা সমাধান করতে গেলে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। শাস্তির ভয় দেখিয়ে লাভ হবে না । তিনি জানান, দলের বিক্ষুব্ধ কর্মীরাও বিজেপির পরিবারেরই সদস্য। তাই তাদের সঙ্গে বসে কথা বলা উচিত। শুক্রবার সকালে খড়্গপুরে চা চক্রে যোগ দেন দিলী𓂃প ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে নিজের স্বভাবভঙ্গিতেই রাজ্য সরকারকে একের পর এক কটাক্ষ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।