আজ, তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই। কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন শহর কলকাতার ধর্মꦬতলার প্রাণকেন্দ্রে। আর এই হাইভোল্টেজ সমাবেশ হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর। এই আবহে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আজ, রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দাঁড়িয়ে 𓄧বেসুরো বক্তব্য রাখলেন। যা নিয়ে ফের বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এবারের লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই বেসুরো দিলীপ।
এবার দলের অক্ষমতা তুলে ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ফের বেসুরো বক্তব্য দিলীপ ঘোষ রাখায় রাজ্য–রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতে প্রাক্তন সাংসদ দিলী൲প ঘোষ বলেন, ‘আমরা ভোট করতে জানি না। ২০২১ সালে আমাদের সরকার হয়ে যাবে সবাই বলেছিল। কিন্তু হয়নি। তার মানে আমাদের কোথাও ফাঁক আছে। আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করতে জানি না। ভোট কি করে করতে হয় সেটা জানতে হবে শিখতে হবে।’
আরও পড়ুন: ‘বিপদের মুখে একতাই শক্তি’, বাংলাদেশ থেকে ফেরা নাগরিকদের স✤াহꦫায্যের আশ্বাস মমতার
এবার বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে হেরে যান দিলীপ ঘোষ। তাঁকে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বক্তব্য, ‘প্রত্যেক নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে কি করে ভাল করা যায় সেটা ভাবতে হবে। পার্টিতে এসে গিয়েছি, একটা পদ পেয়ে গিয়েছি, আসছি যাচ্ছি, খাচ্ছি। ডেকেছে ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করলে এইসব চলবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে। আদর্শ নিয়ে চলে।’ ধর্মতলায় যখন একুশে জুলাই শহিদ সমাবেশ থেকে দলকে আরও সংগঠিত করার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন দিলীপ ঘোষের এমন বক্তব্য নিঃসন্দেহে🅘 তাৎপর্🐭যপূর্ণ।