বিজেপির নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ তুলে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নেতৃত্ব। এবার ভিডিয়ো🐻 টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশকে আক্রমণ করলেন বিজেপির এরাজ্যের꧑ সহ পর্যবেক্ষক অমিত মালব্য। পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যত ‘জেহাদি’দের সঙ্গে তুলনা করলেন তিনি।
বুধবার একটি ভিডিয়ো টুইট করেন মালব্য। তাতে দেখা যাচ্ছে, ব্যারিকেডের পিছন থেকে পাথর তুলে বিক্ষোভকারীদের উদ্দেশে ছুড়ছেন এক পুলিশকর্মী। ভিডিয়োটি টুইট করে অমিত মালব্যর প্রশ্ন, ‘শান্তিপূর্🍎ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাথর ছোড়াটা কি পুলিশ ম্যানুয়ালে ভিড় নিয়ন্ত্রণের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর? গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ এটাই করেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। পেশাদার বাহিনী আর জেহাদি♕দের মধ্যে কি ফারাক থাকা উচিত নয়?’
নবান্ন অভিযানে ACP-কে মারের ঘটনায় ধৃত ৩,পুলিশের গাড়িতে আগুন লাগানোয় গ্রেফতার ১
বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ ও পুলিশ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছোড়াছুড়ি করে। তাতে আহত হয়েছে ২ পক্ষেরই বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, নিরস্ত্র কর্মীদের ওপর হামল♏া চালিয়েছে পুলিশ। এমনকী দলের রাজ্য সদর দফতরে ঢুকে পুলিশ লাঠি চালিয়েছে বলে আদালতে অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনায় সোমবারের মধ্যে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছে আদালত।