দলেরই বুথ সভাপতিকে খুন করার অভিযোগে বীরভূম জেলা পুলিশ বিজেপির এক পোলিং এজেন্ট ও তার স্ত্রীকে গ্রেফ✨তার করেছে। এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য অভিযোগ তুলেছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পেছনে রয়েছে। তবে বিজেপি নেতৃত্বের দাবি, ভোট পরবর্তী হিংসা নিয়ে বার বার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। সেকারণেই তাদের ফাঁসানো হচ্ছে। এদিকে মৃতের পরিবার ২৮শে জুলাই অভিযোগ করেছিল পোলিং এজেন্টের স্ত্রীকে নিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে আগে থেকেই একটি সম্পর্ক ছিল।
এদিকে বীরভূমের খয়রাশোলে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে ইন্দ্রজিৎ সূত্রধর নামে ওই বিজেপি নেতার ঝুলন্ত দেহ হাত পা বাধা অবস্থায় উদ্ধার হয়। স্থানীয় একটি শ্মশানের কাছেই তার দেহ ম🐷েলে। ওই একই দিনে ৩রা অগস্ট পূর্ব মেদিনীপুরের এগরাতে একটি পুকুর থেকে তপন খাটুয়া নামে এ💖ক বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। তারপরই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেন তৃণমূল ওদেরকে খুন করেছে।
এদিকে বিজেপির যাবতীয় দাবিকে কার্যত নস্যাৎ করে পুলিশ বꦉিজেপিরই এক পোলিং এজেন্ট ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। এদিকে মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত পোলিং এজেন্টের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল ইন্দ্রজিৎ। তারপরই তার দেহ উদ্ধার হয়েছে। মৃতের স্ত্রী পূজাꦓ সূত্রধর বলেন, হাত পা বাধা অবস্থায় স্বামীর দেহ পাওয়া গিয়েছিল। ওকে খুন করা হয়েছিল। কলকাতা যাবে বলে বেরিয়েছিল। পরে শুনি এক মহিলার সঙ্গে তাকে দেখা গিয়েছে। এদিকে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করবে।