🀅 ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদমাধ্যমের সামনে প্রথমবার মুখ খুলে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মী রথিবালা আড়ির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন শুভেন্দুবাবু।
আরও পড়ুন - 🅷হিন্দু ভোট BJPর ঝুলিতে যাওয়াতেই হার, দিল্লি যাওয়ার আগে মুখ খুললেন অধীর
পড়তে থাকুন - 🌄নিজের ওয়ার্ডে দলের ফল আশানুরুপ না হওয়ায় ইস্তফা দিলেন কলকাতার TMC কাউন্সিলর
🤡 শুভেন্দুবাবু বলেন, ‘ভোট পরবর্তী হিংসা তৃণমূলের একটা রোগ। আমরা ২ কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছি ওরা পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষ। ৪০ লাখের ফারাক। তার মধ্যে ৪০ লক্ষই ছাপ্পা ভোট। শুধু ১০ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। কেশপুরে ১ লক্ষ ৩০ হাজার ভোটে। আমরা যা পেয়েছি গণদেবতা, জনতা জনার্দনের আশীর্বাদ। ১২টা ২১ হলে খুশি হত সবাই। আমরাও আশা করেছিলাম। আমিও বলেছিলাম। আমাদের ২০ – ২১টা অন্তত হবে। কিন্তু ভোট আমরা প্রচুর পেয়েছি।’
ꦍ তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে। ১৬টার মধ্যে ১৫টা বিধায়সভায় জিতেছি।’
♑ তিনি বলেন, ‘আমাদের সাংসদদের মাধ্যমে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব। কিন্তু উন্নয়ন তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে পারব। রাজ্যে ৯০টা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি। ১৪৬টা বিধানসভায় ৪০ শতাংশ ভোট পেয়েছি। আর ২ শতাংশ ভোট বাড়ালেই ১৪৬টা বিধানসভা আমরা জিতে যাব। ৯০টা বিধানসভা ধরে রেখে আরও ৫৮টা বিধানসভায় মানুষের আস্থা অর্জন করে আমাদের এগোতে হবে। সঙ্গে ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে।’
আরও পড়ুন - 💞ভোটে লড়তে চাইনি, কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপের
♔ মুসলিমদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন। তারা সব থেকে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি। পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে গেছেন। তৃণমূল এদের ব্যবহার করছে গুন্ডামির কাজে। দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে ১১ জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের বাইরে রয়েছে। তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো।’