কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ নিয়ে বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দলেরই সাংসদ জগন্নাথ সরকার। স্থানীয়দের পরিবর্তে কেন এইমস হাসপাতালে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে? এই প্রশ্ন তুলে সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ করেন বিজেপির কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। একইসঙ্গে সাংসদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে 𓄧নেন।
আরও পড়ুন: কল্যাণী এইমসের পরিকাঠামো দিল্লির মতো করতে হবে, সময়সীমা বেঁধে নির্🐓দেশ হাইকোর্টের
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, কল্যাণী এইমস হাসপাতালে স্থানীয়দের নিয়োগ নেই, বহিরাগতরাদের নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে ২১ জনকে হাসপাতালের ঝাড়ুদার সহ বিভিন্ন কাজে নꦰিয়োগ করা হয়েছে। তবে সেক্ষেত্রে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে তারা এইমসের কর্ণধার থেকে শুরু করে স্থানীয় বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলেছেন। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। এইমসের কর্ণধার তাদের জানান, তিনি কোনও নাম পাঠাননি আবার বিধায়ক জানান যে তিনি এই নিয়োগের বিষয়ে জানতেনই না।
হাসপাতালে স্থানীয়দের নিয়োগ নিয়ে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু, তারপরেও কোনও কাজ হয়নি বলে তাদের অভিযোগ। এবার তারই প্রতিবাদে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। আজ কল্যাণী এইমসের সামনে বিজেপি সংসদ জগন্নাথ সরকার গাড়িতে করে আসতেই তাবআটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থা🥂নীয় বিজেপি কর্মী সমর্🍸থকেরা।