বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই চার্জশিটে নাম রয়েছে আনারুল হোসেনের। অপরাধে সাহায্য এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে সিবিআই। এবার সেই আনারুল হোসেন হুমকি দিলেন, সময় এলে তিনি সব ষড়যন্ত্রীর নাম ಞপ্রকাশ্যে বলবেন। আগেও তিনি বলেছিলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। এবারও একই অভিযোগ করলেন তিনি।
ঠিক কী বলেছেন আনারুল হোসেন? আজ, বৃহস্পতিবার পুলিশের গাড়িতে করে জেলে যাওয়ার সময় আনারু🐟ল হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার দ♐ূরে। তার মধ্যে চক্রান্ত রয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। সময় এলে সবার নাম বলব।’ এই সবার নাম বলতে কাদের কথা বলতে চেয়েছেন তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
ঠিক কী দাবি সিবিআইয়ের? সিবিআই দাবি করেছে, ভাদু শেখ খুনের রাতে বগটুইয়ে একাধিক বাড়িতে আগুন লাগানো হয়েছি🌜ল। আর তখন গ্রামবাসীরা আনারুলকে ফোন করেছিলেন। তাঁকে পুলিশে খবর দিতে বলেছিলেন। কিন্তু আনারুল নির্বিকার ছিলেন। আনারুলের জন্যই বগটুইয়🐻ে এই গণহত্যা ঘটেছে। প্রতিশোধ নিতেই এই কাজ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২১ মার্চ ভাদু শেখ খুন হয়েছিলেন। তꦡার পর থেকেই পর পর বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্ত🅺ভার দেয় সিবিআইকে। গত সোমবার ভাদু শেখ খুনের মামলা এবং অগ্নিসংযোগের ঘটনার চার্জশিট মুখবন্ধ খামে জমা করে সিবিআই। তদন্ত এখনও চলছে।