হাওড়ার ছাত্রনেতা আনিস খান হত্যার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তাঁর দেহ তোলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন এই ঘটনায় তদন্ত করছে সিট। তারপরেই কলকাতা🅰 হাইকোর্টের নির্দেশে সিটকে তদন্তে সহযোগিতায় সম্মতি দিয়েছে পরিবার। কিন্তু, শনিবারের ঘটনার পর সিটের উপর আর কোনওভাবে আস্থা রাখতে পারছেন না আনিসের পরিবার। সেই ইঙ্গিতই দিয়েছেন আনিসের দাদা সাবির খান।
এই ঘটনার পরেই সাবির খান বলেন, ‘সিট কথা দেওয়ার পরেও অন্যদিন আসছে আনিসের দেহ তোলার জন্য। এরপরেও সিটের তদন্তে যদি কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হয় তাহলে আমরা হাইকোর্টের রায় মেনে নেব। না হলে সুপ্রিম কোর্টে যাব।’ প্রসঙ্গত, এর আ♋গেও কলকাতা হাইকোর্ট সিটকে দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়ার পরে আনিসের বাবা জানিয়েছিলেন যে তারা উচ্চ আদালতে যাবেন।
এদিন আনিসের দেহ করব থেকে তুলতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। আনিসের বাবার বক্তব্য, ‘আমি সিটকে জানিয়েছিলাম আমি নিজে উপস্থিত থেকে ছেলের দেহ তোলাব। কিন্তু সিট কথা রাখেনি। সোমবার দেহ তোলার কথা থাকলেও আজ ভোররাতে দেহ তুলতে এসে দেহ চুরি করতে চাইছে।’ গ্রামবাসীদের আশঙ্কা আনিসের দেহ সরিয়ে দেওয়ার জন্যই কি আজ ভোররাতে পুলিশ এসেছিল। এদিকে, আজই আনিসের দাদা হুমকি ফোনের ঘটনায় আমতা থꦡানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।