উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। শিলিগুড়িতে গতকাল রাতে তুমুল বৃষ্টি হয়েছে। যার ফলে বেশকিছু জায়গায় ধস নেমেছে। শিলিগুড়ির সেবকেও গতকাল ভোরে ধস নামে। পাহাড় থেকে বড় বড় পাথরের 🎐চাঙড় ধসে যাওয়ার ফলে খেলনার মতো দুমড়ে-মুচড়ে গেল একটি গাড়ি। ঘটনায় কোনভাবে রক্ষা পেয়েছেন ওই গাড়ির আরোহী। তবে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতভর ভারী বর্ষণের কারণে পাহাড়ের বেশ কিছু জায়গায় ধস নামে। শনিবার ভোরে শিলিগুড়ি সেবকে ধস নামে। বড় বড় পাথরের চাঁই পাহাড় থেকে নিচে পড়তে থাকে। ওই সময় গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। জানা গিয়েছে, যে সময়ে পাথরের চাঁই এসে গাড়ির উপর পড়ছিল সেই সময় গাড়ির ভিতরে কেউ ছিলেন না। সেবক কালী মন্দিরের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে পুজো দিতে গিয়েছিলেন গাড়ির মালিক। পুজো দিয়ে ফিরে তিনি দেখেন বড় বড় পাথরের ꦬআঘাতে কার্যত খেলনার মতো উল্টে পড়ে রয়েছে গাড়িটি। এছাড়া কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশকিছু ধরে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থল থেকে গাড়িটিকে সরিয়ে নেওয়া হলে যান♏ চলাচল স্বা𝓰ভাবিক হয়।