লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগে সিআইডির নজরে সোদপুরের এক পুলিশ ইনফর্মার। গতকালই সোদপুরে অভিযান চালিয়েছিল ইডি। এসএসসি দুর্নীতিকাণ্ডে সুব্রত মালাকার নামক এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আর এরপর এবার সিআইডি হানা দিল সোদপুরে। জানা গিয়েছে, সোদপুরের ঘোলায় হানা দিয়ে বাবাই দাস ওরফে হুলোর খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি। ধৃত বাবাই পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির বাসিন্দা। (আরও পড়ুন: আবারও বেলঘরিয়ায় ED, ধৃত CA-কে নিয়ে হানা, SSC কাণ্ডে উদ্ধার হবে বিস্ফো✱রক প্রমাণ?)
বাবাই লক্ষাধিক টাকা তছরূপে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে ব🐟াবাইয়ের পরিবারের তরফে কিছু বলা হয়নি। তবে সাংবাদিকদের বাবাইয়ের মা বলেন, ‘পুলিশ এসে বাবাইকে খুঁজছিল। ও বাড়িতে ছিল না। পরে পুলিশ চলে যায়।’ জানা গিয়েছে, সিআইডি আধিকারিকদের দেখে বাড়ির ছাদ টপকে পালিয়ে যায় বাবাই। এদিকে পলাতক বাবাই স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: CBI তলবে সাড়া ‘বিরক্ত’ পরেশে𓆏র, BJP কর্ম🔜ী অভিজিৎ খুনের ঘটনায় চলছে জিজ্ঞাসাবাদ
এর আগে গতকাল সাতসকালে সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। টানা সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর সুব্রত মালাকারকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, সিএ হিসেবে পরিচয় দেওয়া সুব্রতর বাড়ি থেকে অনেক পাসবই বাজেয়াপ্ত করা হয়। ইডি-র আশা, এই পাসবইয়ে যে লেনদেনের হিসেব নিকেশ আছে তা থেকে মূল চক্রীর বিরুꩵদ্ধে প্রমাণ পাওয়া যাবে। সুব্রতর নাকি ১০ থেকে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদি🌌শ পেয়েছে ইডি। এই সুব্রত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।