সার্বিক লকডাউনের দিন সব সরকারি-বেসরকারি অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণ পরিবহন, ব্যক্তিগত পরিবহন বন্ধ থাকবে। অগস্টের সাতদিন ওই ট্রেন বা বিমান পরিষেবাও বন্ধ থাকবে। সার্বিক লকডাউনের আওতার বাইরে থাকবে স্বাস্থ্য পরিষেবা। গণ পরিবহন এবং ব্যক্তিগত গাড়িতে স্বাস্থ্যকর্মী এবং রোগীরা যাতায়াত করতে পারবেন।ওষুধ এবং ইলেকট্রিক দোকান খোলা থাকবে। মিলবে জল পরিষেবা। কৃষিকাজ করা যাবে। চাবাগানেও কাজ চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।রান্না করা খাবারের হোম ডেলিভারিতেও ছাড় দেওয়া হয়েছে। আন্তঃরাজ্য এবং অন্তঃরাজ্য পণ্য পরিবহন চালু থাকবে।যে কারখানাগুলিতে একটানা কাজের প্রয়োজন হয়, সেগুলির কাজ চালু রাখা যাবে। পাশাপাশি নিজস্ব কর্মীদের নিয়ে অন্য কারখানাগুলিও চলতে পারবে। অর্থাৎ বাইরে থেকে কর্মী (আউটসোর্সিং) আনা যাবে না।শেয়ার বাজার, ই-কর্মাস এবং মূলধনী বাজারের কাজ চালু রাখার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে রাজ্য।আগামী ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগস্ট সার্বিক লকডাউন কার্যকর হবে।