দেশ জুড়ে বসানো হচ্ছে স্মার্ট মিটার। কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য সরকারও স্মার্ট মিশন মিটার বসাচ্ছে। তবে এ নিয়ে প্রথম থেকে বিরোধীতায় সরব হয়েছ⛄ে বহু সংগঠন। আর এবার মধ্যমগ্রাম পুরসভায় স্মার্ট মিটার বসাতে গ্রাহকদের বাধার মুখে পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির অধীনে একটি ঠিকাদার সংস্থার কর্মীরা। বুধবার🅷 দুপুরে ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের কাজী নজরুল ইসলাম সরণিতে।
আরও পড়ুন: রাজ্যে বসবে ৩৭ লক্ষ 'স্মার্ট মিটার', ꦬপ🉐্রিপেড মিটারের প্রথম ধাপ? প্রশ্ন বিরোধীদের
এদিন ঠিকাদার সংস্থার তরফে দুজন কর্মী এলাকায় বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসাতে যান। সেই সময় তারা গ্রাহকদের বাধার মুখে পড়েন। ফলে স্মার্ট মিটার বসানোর কাজ করতে 🦩পারেননি তারা। স্থানীয়দের দাবি, যে দুজন ঠিকা কর্মী স্মার্ট মিটার বসাতে গিয়েছিলেন তারা রাজ্যের বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফে কোনও নির্দেশ🤪ের কাগজ দেখাতে পারেনি। বাসিন্দাদের স্পষ্ট দাবি, স্মার্ট মিটার বসানো নিয়ে তাদের এলাকায় আগে থেকে কোনও প্রচার করা হয়নি। সরকারের অনুমতি ছাড়া এলাকায় স্মার্ট মিটার বসাতে দেওয়া হবে না। এ নিয়ে দু’পক্ষের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শেষে গ্রাহকদের বাধার মুখে পড়ে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হন ঠিকাদার সংস্থার কর্মীরা।