তৃণমূল বিধায়ক হু𝄹মায়ুন কবীরের পর ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের সাড়ম্বরে জ🐷ন্মদিন পালন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনুগামীদের সঙ্গে নিয়ে একটি বিশাল কেক কাটতে দেখা গিয়েছে জাফিকুল ইসলামকে। কিছুদিন আগেই তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চলেছিল। তারপরে জন্মদিন পালনকে লোক দেখানো বলেই কটাক্ষ করছেন বিরোধীরা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: ‘নিয়োগ দুর্নীতিতে যোগ নেই’ CBI তল্লাশিতে অ💟্যাডমিট উদ্ধার নিয়ে দাবি দেবরাজের
বুধবার ডোমকলের বিধায়কের ৪৬ তম জন্মদিন ছিল। ওইদিন ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে পোলাও, মাংসের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, এদিনই বিডি অফিস মোড়ে তৃণমূলের পার্টি অফিসে তাঁর জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের কয়েকশ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তাঁর জন্মদিন উ𓄧পলক্ষে একটি বিশাল আকারের কেক আনা হয়েছিল। পার্টি অফিসে বড় করে লেখা ছিল ‘হ্যাপি বার্থ ডে’, আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের আতশবাজিরও ব্যবস্থা করা হয়। এছাড়াও আলোর ব্যবস্থা করা হয়। অনুগামীদের আনা সেই বিশাল কেক তিনি নিজে খাওয়ার পাশাপাশি বাকিদেরও খাওয়ান। এর পরেই চলে খাওয়া-দাওয়া। বিধায়কের জন্মদিনের ভোজ কব্জি ডুবিয়ে খেতে দেখা যায় অনুগামীদের।