গত ২৯ অগস্ট রানাঘাটে সেনকো গোল্ডের আউটলেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পুলিশের সঙ্গে ডাকাতদলের রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। অবশেষে সেই ঘটনার পাঁচ ♔মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। ঘটনায় ধৃত ৪ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদ্বীপ দাস। তবে অপরাধীরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছে।
আরও পড়ুন: দুষ্কৃতী–পুলিশের গুলির লড়াইয়ে নায়ক এএসআই, সাহসি🉐কতায় মুগ্ধ রানাঘাটবাসী
গত ২৯ অগস্ট নদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায় একই দিনে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল সেনকো গোল্ডের আউটলেটে। পুরুলিয়ার ঘটনায় ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হলেও রানাঘাটে ডাকাতদল সোনার আউটলেট থেকে বের হতেই পিছু ধাওয়া করেন রানাঘাট জেলা পুলিশের এএসআই রতন রায়। ডাকাতের সঙ্গে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। সেই দৃশ্য কার্যত সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিল। অকুতোভয় ওই অফিসারের গুলিতে ঘায়েল হয়েছ🔜িল ২ ডাকাত। তিনি যেভাবে একাই দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করেছেন তাতে মুগ্ধ হয়েছিলেন রানাঘাটবাসী থেকে শুরু করে পুলিশ কর্মী, আধিকারিকরা। এই ঘটনায় তদন্তে নেমে মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ৪ জনের নাম হল কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাশওয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ান। পুলিশের গুলি লাগার ফলে চিকিৎসাধীন অবস্থায় অন্য এক ডাকাতের মৃত্যু হয়।