লকডাউনের জেরে আর্থিক সংকটে পড়েছেন কৃষি শ্রমিকরা🎀। এই অবস্থায় তাঁদের সাহায্যে এগিয়ে এল ইন্ডিয়ান ফার্মারস ফার্টিলাইজার কোঅপারেটিভ (আইএফএফসিও)। সংস্൲থার তরফে পূর্ব মেদিনীপুরের এগরায় তাঁদের ত্রাণ সামগ্রী বিলি করা হল।
আরও পড়ুন : ভারতে করোনা আক্রান্ত ♔ব💟েড়ে প্রায় সাড়ে ১১ হাজার, মৃত ৩৭৭
গত শুক্রবার এগরায় তিনটি ত্রাণ শিবিরের আয়োজন করেছিল আইএফএফসিও। তাতে সহায়তা জুগিয়েছিল বাসুদেবপুর কোঅপারেটিভ। শিবিরে উপস্থিত ছিলেন এগরার ফিল্ড অফিসার সুমন দাসও। সবমিলিয়ে ৫০০ জনের হাতে স্বাস্থ্য কিট, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ভিটামিন-সি ট্যাবলেট, চাল, আলু, সোয়াবিন, বিস্কুট তুলে দেওয়া হয়ে🌼ছিল।
আরও পড়ুন : COVID-19 Updates: 'টাকা শেষ, খাবার নেই', বাড়ি ফিরতে চেয়ে বান্দ্রায় ๊আকুতি মালদার শ্রমিকের
দিনের শুরুতে এগরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের খালিনাඣ কোঅপারেটিভের ২০০ টি গরীব পরিব෴ারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রানু বেরা, প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা, খলিনা কোঅপারেটিভের সচিব কার্তিক চন্দ্র প্রধান ও ম্যানেজার রঞ্জন কুমার ধর।
আরও পড়ুন : কোনও নির্দিষ্ট এলাকায় টানা ২৮ দিন 𓆉করোনা আক্রান্তের হদিশ না পাওয়ার অর্থ কী?
পরে সকাল ১০টা নাগাদ 🐼এগরা দু'নম্বর ব্লকের বাসুদেবপুর কোঅপারেটিভে আরও ২০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। শিবিরে হাজির ছিলেন 🍬স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান পীযূষ চক্রবর্তী, তথাগত মাইতি, দেবাশিস রায়-সহ আরও অনেকে।
আরও পড়ুন : Covid-19 Updates: লকডাউনের ফলে আর্থিক ক্ষতি হলেও তা দেশবাসীর জীবনের কাছে তুচ্ছ, 𒊎বললেন মোদী
বিকেল চারটে নাগাদ এগরা পুরসভার পাঁচ ও ছ'নম্বর ওয়ার্ডের ১০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। 'ক্লাব গোল্ডেন প্যারাডাইস'-এর সহায়তায় ওই পরিবারদের বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছি𒊎ল। পাশাপাশি, সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য মাইকে আর্জি জানিয়েছিলেন চেয়ারম্যান, সভাপতি ও ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন : দেশের দুই প্রজাতির বাদুড়ের দেহে মি🌌লল করোনাভাইরাসের উপস্থিতি