মুখ্যমন্ত্রীর উ🔯ত্তরবঙ্গ সফর উপলক্ষ্যে একেবারে সাজো সাজো রব। তার মধ্যেই উত্তরবঙ্গ থেকে করোনা নিয়ে উদ্বেগের খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের কালীঝোরায় বাড়ি ওই মহিলার। তবে হাস💟পাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর কো মর্বিডিটি ছিল। রবিবার মৃত্য়ু হয়েছে তাঁর। এদিকে পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গ মেডিক্যালে গত ৯দিনে করোনা সংক্রামিত হয়ে মোট তিনজনের মৃত্যু হল।
তবে হাসপাতাল সূত্রে খবর ধনা ঠাকুর নামে যে প্রৌঢ়ার মৃত্য়ু হয়েছে, তাঁর ফুসফুস আর লিভারের সমস্যা ছিল। অন্যদিকে বাকি যে দুজন মারা গিয়েছিলেন তাঁদেরও কো মর্বিডিটি ছিল। তবে চিকিৎসকদের একাংশের মতে, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় করোনা নিয়ে সচেতনতা ক্রমশ কমছে। অনেকেই মাস্ক পরছেন না। যার জে💧রেই সংক্রমণ বাড়♐ছে। এখনই এব্যাপারে রাশ টানা দরকার।
এদিকে রবিবারের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্যালের পরীক্ষাগারে দেখা গিয়েছে &n♍bsp;১৮৯জনের নমুনা পরীক্ষা করে ৬২জনের সংক্রমণ ধরা পড়েছে। শনিবার দেখা গিয়েছিল ১৮৩জনের মধ্যে ৫১জনের ও শুক্রবার ৩১৩ জনের মধ্যে ২৮জনের সংক্রমণ ধরা পড়েছিল। সেই নিরিখে রবিবারের তালিকাকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে উত্তরবঙ্গে। তবে চিকিৎসকদের মতে, টিকাকরণের পরে আতঙ্ক কিছুটা কমেছে। তবে সতর্কতা অত্যন্ত প্রয়োজন। না হলেই বড় বিপদ আসতে পারে।