জমি জটে আটকে গিয়েছিল হাওড়ার জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক বা সিসিবি তৈরির🤪 কাজ। যার ফলে কেন্দ্রীয় বরাদ্দ ফেরত যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই খবর পেয়েই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। অবশেষে সেখানে ১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার 🙈ব্লক তৈরির অনুমোদন দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এই ব্লকের জন্য সেখানে তৈরি হবে ৭ তলার ভবন। পূর্ত দফতরকে দেড় বছরের মধ্যে এই ভবন তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:CGHS Rate Hiked: OPD ফি, হাসপাতালের রুম ভাড়ার হা𒁏র বৃদ্ধি করল সরকার
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১০০ শয্যার এই সিসিবি তৈরির নকশা এবং মডেল ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। গত সোমবার জেলা স্বাস্থ্য দফতরকে ১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরির জন্য অনুমোদন পাঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। হাসপাতালের এসএন দাস ভবন ও নিউ বিল্ডিংয়ের মাঝে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে থাকবে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, লিফটের ব্যবস্থা এবং বিপদঘণ্টি ছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। একবার এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হয়ে গেলে সে ক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবেন। উল্লেখ্য, হাওড়া হাসপাতালে যেখানে সেন্ট্রাল কিচেন রয়েছে সেই জায়গাতেই এই সাততলার ভবন তৈরি করা হবে। এ বিষয়ে জেলার এক স্বাস্থ্য অধিকꦡারিক জানান, ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হলে সেক্ষেত্রে শুধু হাওড়া জেলার রোগীরাই উপকৃত হবেন না, গুরুতর অসুস্থ রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হবে না। তাছাড়া গুরুতর সদ্যোজাতরাও এখানে ভর্তি হতে পারবে। প্রসঙ্গত, ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবরেটরি’ বা ডিআইপিএইচএল তৈরির পরিকল্পনা রয়েছে হাওড়া হাসপাতালে। সে বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে রয়েছে। তবে এখ🐟নও স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে অনুমোদন মেলেনি।