ꦏ আলিপুর চিড়িয়াখানায় ইতিমধ্যেই খুশির খবর এসেছে। নতুন অতিথি এসেছে বাংলার এই চিড়িয়াখানায়। নন্দনকানন থেকে এসেছে নানা প্রাণী। এবার দুর্গাপুজোর প্রাক্কালে উত্তরবঙ্গেও এল সুখবর। পাহাড়ের পর্যটকদের ক্ষেত্রে এটা অবশ্যই সুখবর বলে মনে করা হচ্ছে। কারণ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জ়ুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ এখানে ছয় নতুন অতিথির ‘আবির্ভাব’ হওয়ার খবর প্রকাশ্যে নিয়ে এসেছে। আর তা সামনে আসতেই পর্যটকদের এবার ঢল নামবে শৈলশহরে বলে মনে করা হচ্ছে। এমনিতেই সারা বছর দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় থাকে। তার মধ্যে চিড়িয়াখানায় নতুন অতিথি জন্ম নেওয়ায় ভিড় তো বাড়বেই।
⛎ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জ়ুলজিক্যাল পার্কে এবার জন্ম নিয়েছে চারটি লাল পান্ডা এবং দু’টি স্নো লেপার্ড শাবক। এই খবর এখন পাহাড় থেকে সমতল সর্বত্র ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই খবর এখন কলকাতা–সহ দক্ষিণবঙ্গেও চর্চিত হচ্ছে। আগামীদিনে পাহাড় সফরে গিয়ে এই চিড়িয়াখানায় ঘুরতে যাওযার পরিকল্পনাও করেছেন অনেকে। এখন সাময়িক চিড়িয়াখানা থেকে একটু দূরে তোবগেদাড়ায় জাল দিয়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশে তাদের রাখা হয়েছে। এই চিড়িয়াখানার অধীনে থাকা তোপবেদাড়া প্রজনন কেন্দ্রে চারটি লাল পান্ডা এবং দু’টি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। এই বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, ‘আমরা খুব খুশি। ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামে সফলভাবে আরও চারটি রেড পান্ডা এবং দু’টি স্নো লেপার্ড জন্ম নিয়েছে ৷ সবাই সুস্থ রয়েছে।’
আরও পড়ুন: পুলিশের গাড়িতে এবার লোহার জাল লাগানোর নির্দেশ জারি, নবান্ন অভিযান থেকে শিক্ষা