সুজাতা খাঁ'র দলবদল নিয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে বেলাগাম আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর এই আক্রমণের ভাষাকে কুরুচিকর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিলীপ ঘোষ বললেন, ‘শেষ বয়সে লোকের বৌ চুরি করছেন, লজ্জা করে না?’এখানেই থেমে থাকেননি তিনি। সুজাতা ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, ‘ধিক্কার, আপনাদের। এতটুকু লজ্জা করে না। তৃণমূলের বুড়ো নেতারা অন্যের বউ নিয়ে টানাটানি করে পালাচ্ছেন। বাঙালির মান–সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। শেষ বয়সে এত পাপ করবেন না সৌগতবাবু।’উল্লেখ্য, সবাইকে চমকে দিয়ে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। যার পরই সাংবাদিক সম্মেলন করে সৌমিত্রবাবু জানান, স্ত্রী'কে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন তিনি। দিলীপ ঘোষ বলেছিলেন, ‘পারিবারিক সমস্যায় আমার রুচি নেই’। সুজাতার তৃণমূলে যোগদানে কোনও রাজনৈতিক প্রভাব পড়বে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কার প্রভাব কোথায় পড়বে। প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা হয়। এর কোনও গুরুত্বই নেই।’শনিবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দিলীপবাবু বলেন, ‘বিশ্বভারতী জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেটা যদি কেউ ঠিক করতে আসে তাহলে কি সেটা ভুল? দিদি কষ্ট পাচ্ছেন। নিজের দিকে তাকান দিদি, রবীন্দ্রনাথের ছবি নেওয়ার যোগ্যতা আপনাদের নেই।’ একদিন আগেই এই জমি সংক্রান্ত বিষয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনকে চিঠি লিখে পাশে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।