এর আগে নাম না করে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বকে দালাল বলেছিলেন। এবার দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পালকে সরাসরি মূর্খ বলে দিলেন দিলীপ ঘোষ। ভোট মেটার পর দলীয় কর্মীদের নিয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রꦬাম পঞ্চায়েতে গুণরাজপুর গ্রামে ছুটি কাটাতে এসেছেন দিলীপ ঘোষ। শনিবার সকালে সেখানে মাছ ধরতে ধরতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
আরও পড়ুন - হিন্দু ভোট BJPর ঝুলিতে যাও♑য়াতেই হার, দিল্লি যাওয়ার আগে মুখ খ🐽ুললেন অধীর
পড়তে থাকুন - নিজের🌼 ওয়ার্ডে দলের ফল আশানুরুপ না হওয়ায় ইস্তফা ဣদিলেন কলকাতার TMC কাউন্সিলর
শুক্🧜রবার মেদিনীপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, দিলীপ দার থেকে আমি এখানে মাত্র ১০ হাজার ভোট কম পেয়েছি। এই নিয়ে সাংবাদিকরা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ভোট এভাবে পরিমাপ করা 🦩যায় না কি? ভোট পরিমাপ করতে হয় শতাংশের নিরিখে। যেখানে প্রতি বছর ৫০ হাজার থেকে ১ লক্ষ ভোট বাড়ছিল সেখানে এই ফল হল কী করে? মূর্খের মতো কথা সব।’
এদিনও দলীয় নেতৃত্বকে নিশানা করেন দিলীপবাবু। বলেন, ‘বিপর্যয় হলে পিছনে তাকানো দরকার। যারা জিতিয়েছে তখন তাদের কথা শুনতে হয়। খামতি তো হয়🔴েছে। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে।’
তবে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারের স𝄹্থায়িত্ব নিয়ে প্রত্যয়ী দিলীপবাবু। তিনি বলেন, ‘অটলজি ৬ꦿ বছর সরকার চালিয়েছিলেন। জোট সরকার চালানোর কৌশল বিজেপি জানে। পুরনো সহযোগীরা অনেক বছর আমাদের সঙ্গে রয়েছেন। সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাস নিয়ে সরকার তখন কাজ করেছিল এবার চিন্তা করে কাজ করতে হবে।
আরও পড়ুন - ভোটে লড়তে চাইনি, কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্🎶ছে, বিস্ফোরক দাবি দিলীপের
লোকসভা নির্বাচনে বর্ধমান – দুর্গাপুর কেন্দ্র থেকে প্রায় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ১ লক্ষ ৪০ হাজার ভোটে হেরেছেন দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে হেরেছেন তিনি। আর হেরেই দলীꦿয় নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।