আজ রাত পোহালেই মহাষষ্ঠী। ইতিমধ্যেই গোটা রাজ্য মেতে উঠেছে উৎসবের আবহে। রাস্তায় নেমেছে মানুষের ঢল। শহর থেকে গ্রাম এখন শুধুই ঢাকের বাদ্যিতে মাতোয়ারা। সেখানে আজ, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার 🌄হয়েছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা এই বোমা মজুত করে র✨েখেছিল, তা নিয়ে ধন্দে পুলিশ।
ঠিক কী ঘটেছে বাসন্তীতে?ꦿ স্থানীয় সূত্রে খবর, আজ মহাপঞ্চমীর সকালে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠাল বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা গ্রামের কবরস্থান এলাকার ফাঁকা জায়গায় ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর কিছু গ্রামবাসী ওই ড্রামের কাছে গিয়ে বিষয়টি দেখতেই ভয়ে সিঁটিয়ে ওঠেন। কারণ ꦏড্রাম ভর্তি বোমা দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীরা বাসন্তী থানায়♎ ফোন করে খবর দেন। পুলিশ এসে দেখেন সত্যিই ড্রাম ভর্তি বোমা মজুত রয়েছে। তৎক্ষণাৎ জায়গাটি ঘিরে ফেলা হয়। যাতে বড়সড় কোনও বিপদ না ঘটে। এরপর গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াꦰডের দলকে। তাঁরা এসে বোমা নিষ্ক্রিয় করেন। গোটা ঘটনার তদন্ত শুরু👍 করা হয়েছে।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে তল🧔্লাশি চালানো হয়। তবে কে বা কারা এই ড্রাম ভর্তি বো𒁃মা মজুত করেছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনা নিয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, ‘ওই এলাকায় একটি ড্রামের মধ্যে বোমা রাখা ছিল। ওই ড্রামে ১০টি বোমা মজুত ছিল। কে বা কারা বোমাগুলি রেখেছে এবং কি উদ্দেশে রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’