মাস খানেক আগেই শেষ হয়েছে দুর্গাপুজো। কালীপুজো শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। বিসর্জ্জনের শেষ দিন চলে গিয়েছে। কিন্তু এখনও অনেক জায়গায় কালীপুজো তো বটেই দুর্গাপুজোর🀅 প্যাণ্ডল থেকে গিয়েছে। এই প্যাণ্ডেলগুলি অবিলম্বে খুলে ফেলার নির্দেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশ দিল কলকাতা পুরসভা। না হলে পুরসভা নিজেই প্যান্ডেল খুলে বাঁশ বাজেয়াপ্ত করবে।
এই নির্দেশ প্রসঙ্গে শনিবার কলকাতা পুরসভ⛎ার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘দুর্গাপুজো ও কালীপুজো শেষ হয়ে যাওয়ার পরও প্যাণ্ডেলগুলি থেকে গিয়েছে। আগামী তিনদিনের মধ্যে সেগুলি খুলে ফেলতে ♛হবে। তা না হলে ২১ তারিখে পর আমরা কড়া পদক্ষেপ করব।’
কী পদক্ষেপ করা হবে💞 তাও জানিয়েছেন মেয়র। তিনি বলেন, ‘যেখানে প্যাণ্ডেল খোলা হবে না, সেই আমরা বাঁশ বাজেয়াপ্ত করব।’ অর্থাৎ পুরসভার পক্ষে থেকে নিজেরাই প্যাণ্ডেল খুলে বাঁশ নিয়ে চলে যাবে।
বিশ্ব বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) উপলক্ষ্যে ইতিমধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় মেরামতি কাজ চলছে। যে সব রা💜স্তায় দুর্গাপুজোর মণ্ডপ বা গেট তৈরির জন্য গর্ত করা হয়েছিল সেগুলি বোজানো হচ্ছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সে কারণে দ্রুত প্যাণ্ডেল খুলতে বলা হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জগদ্ধাত্রী এবং ছটপুজো উপলক্ষে যে সব প্যাণ্ডেল করা হয়েছে সেগুলিকে।
(পড়তে পারেন। পোস্তা বাজারের পার্কিংয়ের সমস্💫যা মেটাতে মেয়রকে কমিটি গঠনের নির্দেশ মমতার)
এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘কেব🍬ল মাত্র জগদ্ধাত্রী এবং ছটপুজোকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। জগদ্ধাত্রী পুজো রয়েছে আগামী সপ্তাহে। ছট পুজো উপলক্ষে শহরের কয়েক জায়গায় ছোট ছোট প্যাণ্ডেল করা হয়েছে। এই দুই উৎসবের ক্ষেত্রে আমরা🌜 কিছুটা ছাড় দেব।’
তবে মেয়রের সাফ বার্তা দুর্গা এবং কালীꦇপুজোর ক্ষেত্রে আর ছাড় দেওয়া যাবে না। অবিলম্বে প্যাণ্ডেল খুলে ফেলতে হবে। তার জন্য সময় দেওয়া হয়েছে তিনদিন।