কলকাতা-সহ রাজ্যের সব জেলায় দুর্গাপুজোয় কার্নিভাল হবে। আগামী ৮ অক্টোবর জেলাগুলℱিতে হবে কার্নিভাল। পরদিন কলকাতায় কার্নিভাল হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসღঙ্গে দুর্গাপুজোর নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করেছেন।
দুর্গাপুজো নিয়ে সোমবার নেতাজি ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী। ১ অক্টোবর হচ্ছে মহাষষ্ঠী। ২ অক্টোবর হচ্ছে মহাসপ্তমী। ৩ অক্টোবর হচ্ছে মহাষ্টমী। ৪ অক্টোবর হচ্ছে মহানব🉐মী। ৫ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। বিসর্জনে𝓀র দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে।’
আরও পড়ুন: UNESCO: পুজোর মিছিল ১ সেপ্টেম্বর, কালো ছাতা আনবেন না, অফꦡিস- স্কুলে আগাম ছুটি
কবে কার্নিভাল হবে?
দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এবার বৃহদাকারে কার্নিভাল করতে চলেছে রাজ্য সরকার। কলকাতা-সহ রাজ্য൩ের সব জেলায় ১ সেপ্টেম্বর মিছিল হবে। কার্নিভালও হবে রাজ্যের সব জেলায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে। একদিন আগেই জ🐻েলাগুলিতে কার্নিভাল আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা কী কী বললেন আর?
১) এবার অতিরিক্ত ১০,০০০ টাকা অনুদান পাবে ক্লাবগু🍸লি। অর্থাৎ ৫০,০০০ টাকার পরিবর্তে ৬০,০০০ ট🍸াকা পাবে।
২) বিদ্যুতের বিলের 💮ক্ষেত্রে ♉পুজো কমিটিগুলিকে ৬০ শতাংশ ছাড়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা আগে ছিল ৫০ শতাংশ।
বেলুড় মঠে দুর্গাপুজোর সময়
১) সপ্�꧒�তমী (১৫ আশ্বিন, ২ অক্টোবর, রবিবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে পুজো শুরু হবে।
২) মহাষ্টমী (১৬ আশ্বিন, ৩ অক্টোবর, সোমবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে অষ্টমীর পুজো শুরু হবে। কুমারী পুজো 𝓀শুরু হবে সকাল ৯ টা থেকে। বিকেল ৪ টে ১৪ মিনিট থেকে বিকেল ৫ টা ২ মিনিট পর্যন্ত সন্ধিপুজো চলবে।
৩) মহানবমী (১৭ আশ্বিন, ৪ অক্টোবর, মঙ্গলবা▨র): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে শুরু হবে পুজো।
৪) বেলুড় 🎃মঠের তরফে জানানো হয়েছে, দেবীর ভোগারতির পর হো𝔉ম হবে। পুষ্পাঞ্জলি দেবীর ভোগারতির পর হবে।