হাতে আর দু’দিন। তারপরই বাংলাজুড়ে মানুষজন মেতে উঠবেন কালীপুজো উৎসবে। তার জন্য পুলিশ প্রশাসন সর্বত্র নজর রেখেছেন। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এই কালীপুজোর রাতকেই বেছে নেওয়া হয়েছিল ডাকাতি করার জন্য। সেই মতো সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বান🏅চাল করে দিল পুলিশ। গোপন সূত্রে আগেই খবর পেয়ে যায় পুলিশ। তারপর ডাকাতদের ধরতে নেমে পড়ে অপারেশনে। যা টের পায়নি ডাকাত দল। আর তাতেই ১০ জন ডাকাতকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কালীপুজোর রাতে বিভিন্ন বাড়ির গৃহস্থরা প্রতিমা দর্শন করতে যায়। আবার সোনার দোকানে ভিড় জমান। তাই ডাকাত দল দু’ভাগে🍎 বিভক্ত হয়ে সোনার দোকান এবং গৃহস্থদের বাড়িতে ডাকাতি করার ছক কষে ছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হল না। গ্রেফতার করা হল ওই ডাকাত দলকে। গ্রেফতার করার পর তাদের দফায় দফায় জেরা করা হয়েছে। তখনই তারা স্বীকার করেছে, কালীপুজোর রাতে একাধিক বহুতল, আবাসন, বাড়ি এবং সোনার দোকানকে টার্গেট করেছিল। সেই ম🦄তো ডাকাতি করার পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়, কী এমন অসুখ করেছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নবান্ন থেকে রাজ্য পুলিশকে সতর্ক করেন। সজাগ থাকতে নির্দেশ দেন পুলিশকে। কারণ কোনও অশান্তি, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য। এমনকী কিছু দুষ্কৃতী এই সুযোগটা নিতে চলেছে বলেও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেটাই এবার হুবহু মিলে গেল। রবিবার রাতে আগাম খবরের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ সবুজ নগর লাগোয়া জঙ্গলে অভিযান চালায়। সেখানেই ওই ১০ জন ডাকাতকে পাকড়াও করে। গ্রেফতারের সময় ডাকাতদে🍸র সঙ্গেই ছিল ডাকাতি করার নানা সর𝓡ঞ্জাম।