বোলপুরে তৃণমূল পার্টি অফিসে কালীপুজোয় বিগ্রহে পরানো কোটি কোটি টাকার গয়নার হিসাব নিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পৌঁছই ইডি। অনুব্রতর গ্রেফতারির আগে শে🥀ষ কালীপুজোয় প্রতিমাকে ৫৬০ ভরি সোনার গয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনা পরানো হয়েছিল। সেই সোনা বোলপুরের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে রাখা হয়েছে বলে জানতে পারেন ইডির তদন্তকারীরা। বুধবার দুপুরে সেখানে হানা দেন তাঁরা।
আরও পড়ুন: তোষণ ও তোলাবাজির জন্যই বাংলায় নারী নির্যাতন: মোদী
বুধবার🎃 বেলা ১২টার কিছু পরে ব্যাঙ্কের সামনে পৌঁছয় ইডির গোয়েন্দাদের গাড়ি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। বাইরে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
গত কয়েক বছর ধরে শিরোনামে ছিল বোলপুরে তৃণমূল পার্টি অফিসের কালীপুজো। ওই পার্টি অফিস থেকেই বীরভূম তথা রাজ্যের বেশ কয়েকটি জেলা পরিচালনা করতেন অনুব্রত। সেখানকার কালীপ্রতিমার পরনের গয়না 𓆉হার মানিয়ে দেয় রাজ্যের তাবড় পুজোকে। ২০২০ সালে প্রতিমার পরনে ছিল ৩০০ ভরি সোনার গয়না। ২০২১ সালে তা বেড়ে হয় ৫৬০ ভরি। যার শুধু সোনার বাজার মূল্য অন্তত ৩ কোটি টাকা বলꩵে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: গঙ্গার নীচে তৈরি হল ইতিহাস, পড়ুয়াদের নি🤡য়ে মেট্রোয় চাপলেন মোদী, দেখুন ভিডিয়ো